উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বালুচিস্তানে (Balochistan) অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে মৃত্যু হল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) চর তথা ধর্মীয় নেতা মুফতি শাহ মীরের (Mufti Shah Mir)। ইরান থেকে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) অপহরণে আইএসআইকে সাহায্য করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
সূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) স্থানীয় সময় শুক্রবার রাতে বালুচিস্তানের তুরবাতের একটি স্থানীয় মসজিদ থেকে নমাজ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাইকে করে এসে তার উপর হামলা চালায়। বেশ কয়েকটি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মীর মৌলবাদী দল জমিয়ত উলেমা-ই-ইসলাম (JUI) এর সদস্য ছিলেন। ধর্মীয় নেতার আড়ালে তিনি অস্ত্র ও মানব পাচারকারী হিসেবেও কাজ করতেন। তিনি আইএসআই-এরও ঘনিষ্ঠ ছিলেন। মীর প্রায়শই পাকিস্তানের সন্ত্রাসী শিবির পরিদর্শন করতেন এবং সন্ত্রাসীদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে সাহায্য করতেন বলেও খবর। এর আগে দু’বার মীরকে হত্যার চেষ্টা করা হলেও তিনি বেঁচে গিয়েছিলেন।
মীরকে হত্যার নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে জল্পনা রয়েছে এর পেছনে আইএসআই-এর হাত থাকতে পারে। স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি মীরের সঙ্গে আইএসআই-এর দূরত্ব বাড়ছিল। তাছাড়া গত সপ্তাহেই বালুচিস্তানের তৃতীয় বৃহত্তম শহর খুজদারে মীরের দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-এর আরও দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের অনুমান, পরিকল্পনা করেই তিনজনকে খুন করা হয়েছে।