বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

China-Pakistan | ভারতকে চাপে রাখার কৌশল, দক্ষিণ এশিয়ায় নয়া জোট গড়তে চাইছে চিন-পাকিস্তান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতকে চাপে রাখতে এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব আরও বাড়াতে নতুন আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে চিন ও পাকিস্তান। বাংলাদেশকেও সেই জোটে টানার চেষ্টা করছেন শি জিনপিং ও শাহবাজ শরিফ। বর্তমানে সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) প্রায় অকেজো। সেই সুযোগ নিতে চাইছে চিন ও পাকিস্তান।

সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সার্কের পরিবর্ত হিসেবে নতুন জোট তৈরি করতে চাইছে ওই দুই দেশ। সার্কভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। প্রতিবেদন মোতাবেক, নতুন জোটে যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের মতো দেশ জোটে যোগ দেবে বলে আশা। এ বিষয়ে ইসলামাবাদ এবং বেজিংয়ের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি কুনমিংয়ে পাকিস্তান, চিন এবং বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানেই নয়া জোটের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সার্কের সদস্য দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নতুন জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকা, বেজিং এবং ইসলামাবাদের নয়া জোট গড়ার পরিকল্পনা অস্বীকার করেছে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা কোনও জোট গঠন করছি না।’ তাঁর দাবি, বেজিংয়ে কোনও রাজনৈতিক বৈঠক হয়নি। এই পরিপ্রেক্ষিতে এখন ভারতের তরফে কী পদক্ষেপ করা হয়, সেদিকে নজর কূটনৈতিক মহলের।

প্রসঙ্গত, ২০১৪ সালে কাঠমান্ডুতে শেষবার সার্ক সম্মেলন হয়েছিল। উরি হামলার প্রতিবাদে ২০১৬ সালে পাকিস্তানে আয়োজিত সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। পরে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তানও একই সিদ্ধান্ত নিয়েছিল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

BJP MLA | গোঁসাইরহাটে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক

শীতলকুচি : বৃহস্পতিবার সকালে শীতলকুচির গোঁসাইরহাট কালিমন্দিরে পুজো দিতে...

Maharashtra | শৌচাগারে রক্তের দাগ, ঋতু হয়েছে কি না পরীক্ষা করতে ছাত্রীদের পোশাক খোলালেন অধ্যক্ষ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ঋতুচক্র চলছে কি না,...

Donald Trump Tariff Row | নিশানায় ব্রাজিল! ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পালটা পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসিডেন্ট লুলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ব্রাজিলের (Brazil) উপর ৫০...