উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই জ্বলছে পাকিস্তান। সারা দেশ জুড়ে বিক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে। ইমরানের দলের হাজারে হাজারে কর্মী সমর্থক এখন রাস্তায়। রাওয়ালপিন্ডিতে সেনার হেড কোয়ার্টারের ভিতর ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীদের একাংশ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাস্তা অবরোধ করা হয়। পেশোয়ারে পাকিস্তান রেডিও স্টেশনে আগুন ধরিয়ে দেয় প্রাক্তন প্রধানমন্ত্রীর অনুগামীরা। পিটিআই কর্মী-সমর্থকরা রাওয়ালপিণ্ডিতে সেনা হেডকোয়ার্টারে সামনে এবং লাহোরে সেনা বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। শেষ খবর পাওয়া অবধি করাচি ও লাহোরেও বিক্ষোভ ছড়িয়েছে। গোটা দেশে শাট ডাউনের ডাক দিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ।
উল্লেখ্য জমি দুর্নীতির কারণে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে পাকিস্তান রেঞ্জার্স। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ ওঠে গ্রেপ্তারের সময় ইমরানের উপরে নির্যাতন চালানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাহবাজ শরিফের সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমরান খানকে অন্য প্রদেশে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে যেকোনও রকম বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অশান্ত এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট।
ইতিমধ্যেই ইসলামাবাদ হাইকোর্ট গ্রেপ্তারির কারণ জানতে চেয়েছে সরকারের কাছে। পাক প্রশাসনের শীর্ষ সূত্রের খবর, দেশ জুড়ে ১২১টি মামলা চলছে ইমরান খানের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে দেশদ্রোহিতা, ধর্মকে নিন্দা করার মতো মামলা। এরকমই একটি মামলায় এদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন ইমরান। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়।