CM Mamata Banerjee | মুক্ত পূর্ণম, খবর পেতেই জওয়ানের স্ত্রীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে দীর্ঘ ২০ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা তথা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Bsf Jawan Purnam Shaw)। সেই খবর প্রকাশ্যে আসতেই পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী কুমার সাউকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রজনীকে ধ্যনবাদ জানানোর পাশাপাশি, তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে।

দিন কয়েক আগে পূর্ণমের স্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছিলেন, আগামী সাতদিনের মধ্যে ঘরে ফিরবেন পূর্ণম। ২৩ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন পঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন পূর্ণম। তাঁকে দেখা মাত্রই পাক রেঞ্জার্স  আটক করেন। এরপর ভারত বারবার ফ্ল্যাগ মিটিং করার কথা বললেও পাকিস্তান তাতে রাজি হয়নি। এদিকে স্বামীকে ফেরানোর জন্য আট বছরের ছেলে এবং আত্মীয়দের ২৮ তারিখ কাংড়ায় বিএসএফের সদর দপ্তরে যান রজনী। কথা বলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। তাঁরাও রজনী দেবীকে আশ্বাস দিয়েছিলেন পুর্ণম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে। এরপর গত মঙ্গলবার অর্থাৎ ৬ তারিখ মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। পালটা ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে স্বামীর ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন রজনী। কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী পর্যায়ে ভারত যেভাবে পাকিস্তানকে কোণঠাসা করেছে, তারপর পুর্ণম কুমার সাউয়ের ফিরে আসাটা ছিল সময়ের অপেক্ষা। অবশেষে বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। তিনি ফিরতেই ফেসবুক, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।’

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Boeing Dreamliner aircraft | মাঝ আকাশে বিপত্তি হায়দরাবাদগামী একটি ড্রিমলাইনারের বিমানের, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার...

Ayatollah Ali Khamenei | খামেনেইকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েল! আটকে দেন ট্রাম্প?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে...

Iran-Israel Conflict | ইরানে মৃত ২২৪, ইজরায়েলে ১৪! মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের বীভৎসতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইজরায়েলের (Israel) হামলা শুরুর...

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...