উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত পাকিস্তান। জঙ্গি হামলায় (Pakistan Shoot out) নিহত হলেন ২০ জন (20 killed)। বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শ্রমিক আবাসনে প্রবেশ করে বন্দুকধারীরা ২০ জন খনি শ্রমিককে মেরে ফেলে। তাদের গুলিতেই আহত হন আরও ৭ জন। গোটা ঘটনায় শোরগোল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকেরা অধিকাংশই বালুচিস্তানের (Balochistan) পশতুন ভাষী এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে আবার ৩ জন আফগান নাগরিকও রয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আফগান নাগরিকও আছেন।এই হামলার নেপথ্যে সেখানকার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জড়িত বলেই আপাতত মনে করা হচ্ছে। কারণ এর আগেও বালোচ লিবারেশন আর্মি বিভিন্ন সময় হামলা চালিয়েছে। বালোচ লিবারেশন আর্মিকে পাকিস্তান, আমেরিকা এবং চিন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।
অন্যদিকে, পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। সম্মেলনের আগেই পাকিস্তানের মাটিতে হামলার ঘটনা ঘটল।