লাহোর: পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। নিরাপত্তা-ফ্যাক্টর সরিয়ে পাকিস্তানে সম্প্রতি খেলে গিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডও। তাহলে সমস্যা কোথায় ভারতের? বিরাট কোহলি, রোহিত শর্মারা কেন খেলবে না পাকিস্তানে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার অংশগ্রহণের জটিলতা প্রসঙ্গে এরকম একঝাঁক প্রশ্ন তুলেছেন কামরান আকমল।
পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারের মতে, ভারত-পাকিস্তান দ্বৈরথ হল ক্রিকেট দুনিয়ার সেরা আকর্ষণ। ক্রিকেটের স্বার্থেই তা ফিরিয়ে আনা প্রয়োজন। দুই দেশের সরকার, বোর্ডের উচিত আলোচনার টেবিলে বসে অবিলম্বে জট ছাড়ানো। কামরান বলেছেন, ‘প্রথমে এশিয়া কাপে খেলতে আসেনি ভারত। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও জট। পাক সরকার কিন্তু কখনও দলকে ভারতে খেলতে যাওয়া নিয়ে বাধা দেয় না। ভারত সরকারেরও উচিত একই পথে হাঁটা।’
কামরান নিজে একাধিক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন। ভারত সফর করেছেন। জানান, পাকিস্তানের মাটিতে সবসময় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহবাগরা সেই কথা বারবার বলেওছেন। একইভাবে পাক দলকেও স্বাগত জানিয়েছেন ভারতীয়রা। সমস্যা মিটিয়ে যে দৃশ্য ফেরানো উচিত।
এদিকে, রশিদ লতিফ এখনও আশায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে ভারত। আইসিসি’র শীর্ষপদে জয় শা’র বসার প্রসঙ্গ টেনে লতিফের যুক্তি, বিরোধিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন। অর্থাৎ, পাকিস্তানও সমর্থন করেছে। ক্রিকেটের স্বার্থে এখনও পর্যন্ত দারুণ কাজ করেছেন জয় শা। আইসিসি-ও উপকৃত হবে। লতিফের দাবি, শীর্ষপদে এই পরিবর্তনে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা এখন ৫০ শতাংশ। আশাবাদী বাকি ৫০ শতাংশ অনিশ্চয়তাও মিটে যাবে।