শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Khawaja Asif | ‘ঔরঙ্গজেবের আমল ছাড়া ভারত কখনওই ঐক্যবদ্ধ ছিল না’, ‘আজব’ দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একের পর এক ‘হাস্যকর দাবি’ করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী (Pakistani Defence Minister) খোয়াজা আসিফ (Khawaja Asif)। এবার ইতিহাস পুনর্লিখনের নতুন প্রতিভা আবিষ্কার করলেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ঔরঙ্গজেবের (Aurangzeb) আমল ছাড়া ভারত কখনওই প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ ছিল না।

সম্প্রতি পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন খোয়াজা আসিফ। সেখানেই তিনি বলেন, ‘ইতিহাস ঘাঁটলে দেখা যায় ঔরঙ্গজেবের আমলে সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া ভারত কখনও সত্যিকারের ঐক্যবদ্ধ ছিল না। পাকিস্তান তৈরি হয়েছিল আল্লাহর নামে। ঘরে বসে আমরা তর্ক করি এবং প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু ভারতের সঙ্গে লড়াইয়ে আমরা একত্রিত হয়ে যাই।’

পাশাপাশি ভারতের সঙ্গে ফের পাকিস্তানের সংঘাতের সম্ভাবনাও তুলে ধরেছেন খোয়াজা আসিফ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সংঘাতের সম্ভাবনা বাস্তব এবং আমি তা অস্বীকার করছি না। কিন্তু তেমনটা চাই না, তবে ঝুঁকিটি বাস্তব। যদি সংঘাত বাঁধেই, তবে আমরা আগের চেয়ে ভালো ফলাফল অর্জন করব।’

এদিকে, ইতিহাস নিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রীর এই ‘আজব’ দাবি সামনে আসতেই শুরু হয়েছে কটাক্ষ। কারণ বাস্তবে, ঔরঙ্গজেবের আমলের আগে ও পরে একাধিকবার রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়েছে ভারত। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে, মৌর্য সাম্রাজ্য প্রায় সমগ্র উপমহাদেশজুড়ে বিস্তৃত ছিল। যা মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের অনেক আগের কথা। এমনকি পরবর্তীতে, সম্রাট অশোকও ঐক্যবদ্ধভাবে ভারত শাসন করেছিলেন যা আধুনিক আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। পাশাপাশি সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন এমনকি মুঘল আমলেও আকবরের অধীনেও ভারতে বৃহত্তর সংহতি দেখা গিয়েছে। কিন্তু সেই তুলনায় ঔরঙ্গজেবের শাসনকালে বরং অবিরাম যুদ্ধ এবং বিদ্রোহের চিত্রই বেশি ধরা পড়েছে। স্বাধীনতার পরও আধুনিক ভারত সাত দশকেরও বেশি সময় ধরে স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ গণতন্ত্র হিসেবেই রয়ে গিয়েছে। কিন্তু এসবের পর পাক প্রতিরক্ষামন্ত্রী এমন আজব দাবি ঘিরে স্বাভাবিকভাবেই হাসির রোল উঠেছে।

উল্লেখ্য, এর আগেও পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একাধিকবার দাবি করেছিলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তান ভারতের ছ’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যা বারবার অস্বীকার করেছে নয়াদিল্লি। এমনকি খোয়াজা আসিফ নিজেও তাঁর দাবির সমর্থনে কোনও প্রমাণ দিতে পারেননি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...

Parliament Winter Session | শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন, দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে শুরু...