নয়াদিল্লি: পাকিস্তান তার বদ অভ্যাস বদলায়নি। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় পড়শি দেশের ওপর চাপিয়ে দেওয়া তার মজ্জাগত স্বভাব। আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা করে এই মন্তব্য করল নয়াদিল্লির সাউথ ব্লক।
সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা সংবাদমাধ্যমের রিপোর্টে দেখেছি, আফগানিস্তানে বিমানহানায় শিশু, মহিলা সহ বহু অমূল্য জীবন শেষ হয়ে গিয়েছে। আমরা নাগরিকদের ওপর হামলার নিন্দা করছি। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরোনো অভ্যাস। এই বিষয়ে আফগান মুখপাত্রের প্রতিক্রিয়াও আমরা দেখেছি।’
জঙ্গিদের আশ্রয় ও অর্থ দিয়ে একটা সময় মদত দিয়েছে পাকিস্তান। বোতলবন্দি দৈত্য এখন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এখন ইসলামাবাদ সরকারের মাথাব্যথার কারণ। টিটিপি জঙ্গিরা বালুচিস্তান সহ পাকিস্তানের নানা জায়গায় হামলা চালিয়ে আফগানিস্তানে ঢুকে পড়ছে। তাদের হামলার কারণে ব্যাহত হচ্ছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের আওতায় থাকা অ্যাপ্রোচ রাস্তাগুলি। টিটিপির সঙ্গে যুক্ত ওয়াজিরিস্তানের শরণার্থীরাও। তাদের নিকেশ করতে পাকিস্তান বিমান হামলা চালায় আফগানিস্তানে। যত দোষ নন্দ ঘোষ। তাই পড়শি আফগানিস্তান তাদের নিশানা।