ফালাকাটা: মহাসড়কের কারণে উচ্ছ্বেদের আশঙ্কায় এবার আন্দোলনে শামিল হলেন ব্যবসায়ীরা। সোমবার পলাশবাড়িতে নির্মীয়মাণ মহাসড়কের পাশে মঞ্চ তৈরি করে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির ডাকে অবস্থানে বসেন তাঁরা।
আরও পড়ুন : আক্রান্ত হওয়ার ৪ দিনের মধ্যেই করোনামুক্ত দেব
ফালাকাটা-সলসলাবাড়ি ৪১ কিলোমিটার রাস্তায় নির্মীয়মাণ মহাসড়কের কারণে আলিপুরদুয়ার জেলায় প্রায় দু’হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবেন। ব্যবসায়ী সমিতিগুলি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের কাছে বারবার স্মারকলিপি দিয়েছে। এক সপ্তাহ আগে পলাশবাড়িতেও শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির তরফে মিছিল করে স্থানীয় পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এই নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি। তাই এবার আন্দোলনে শামিল হয়েছেন ব্যবসায়ীরা। এদিনের অবস্থান মঞ্চে শিশাগোড়, মেজবিল, শিলবাড়িহাট, ঘাটপাড়ের ব্যবসায়ীরা শামিল হন। ব্যবসায়ীদের আন্দোলনকে সমর্থন করেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার জানান, এই কর্মসূচি দিয়েই তাঁদের আন্দোলন শুরু হল। আগামীতে ব্যবসায়ীদের দাবি আদায়ে অনশন কর্মসূচিও করা হবে।