উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘর্ষের রেশ ছড়াল আমেরিকাতেও। প্যালেস্তিনীয় বংশোদ্ভূত এক পরিবারের ওপর নির্মমভাবে হামলা চালাল বাড়িওয়ালা। ঘটনায় জোসেফ কসুবা নামে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আমেরিকার শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে একটি জনবসতিপূর্ণ এলাকায় ঘটনাটি ঘটে।
কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ইলিনয়েসের ওই এলাকায় গত কয়েকদিন ধরে বিক্ষোভের আগুন জ্বলছে। সেখানে কয়েকটি প্যালেস্তিনীয় বংশোদ্ভূত পরিবার থাকেন। ওই শিশুটি প্যালেস্তিনীয়-আমেরিকান বংশোদ্ভূত। জানা গিয়েছে, সে তার ৩২ বছর বয়সি মায়ের সঙ্গে সেখানে থাকতেন। ওই পরিবারকে আগেই বাড়ি ছাড়তে বলেছিলেন ওই বাড়িওয়ালা। শনিবার ওই বৃদ্ধ বাড়িতে ঢুকে মহিলার ওপর ছুরি দিয়ে হামলা করে। এরপর মহিলা ছিটকে পড়ে গেলে তাঁর ৬ বছরের শিশুকে কোপাতে থাকে বলে অভিযোগ। ‘তোমাদের মারব’ এই বুলি আওড়াতে আওড়াতে কোপের পর কোপ বসাতে থাকে বৃদ্ধ। সন্তানকে বাঁচাতে ছুটে এলে মহিলার পেটেও ছুরি মারে বৃদ্ধ। জখম অবস্থায় কোনওভাবে ৯১১ জরুরি নম্বরে ডায়াল করেন মহিলা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি শিশুটিকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা।
প্রসঙ্গত, ইজরায়েল-হামাস সংঘর্ষ চরম আকার নিয়েছে। দু’পক্ষেরই হতাহতের সংখ্যা বহু। লক্ষাধিক মানুষ ভিটেমাটি ছেড়ে পালানোর চেষ্টা করছেন। দক্ষিণ গাজাও খালি করতে বলেছে ইজরায়েলি সেনা। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।