কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ, কমিশনের দাবিমতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। প্রথমে ২২ এবং পরে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা চিঠি লিখে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কীভাবে রাজ্যে এই ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার বিস্তারিত তথ্যও জানতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক। বিস্তারিত তথ্য তুলে ধরে পালটা চিঠি দিয়ে বাকি কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় কমিশন। বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি হয় জটিলতা। অবশেষে জট কাটল। সূত্রের খবর, আইটিবিপির ৩০ কোম্পানি, এসএসবির ৩০ কোম্পানি, বিহার থেকে ৪০ কোম্পানি, সিআরপিএফের ৫৩ কোম্পানি এবং বিএসএফের ১০০ কোম্পানি বাহিনী পাঠানো হবে।