দার্জিলিং: অনীত থাপা ও তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধছে পাহাড়ের বিরোধী রাজনৈতিক দলগুলো। আপাতত গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, সিপিআরএম, জিএনএলএফ, সহ আরও কয়েকটি ছোট দল বিজেপির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছে। রবিবার দার্জিলিং এর জিমখানায় অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা, মোর্চার তরফে বিমল গুরুং, হামরো পার্টির অজয় এডওয়ার্ড, সিপিআরএমের রত্নবাহাদুর রাই, জিএনএলএফের দাওয়া পাখরিন সহ আরও অনেকে। বৈঠকের পর রাজু বিস্তা জানিয়েছেন, তাঁরা পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান। সেই লক্ষ্যেই পঞ্চায়েতে একযোগে সবাই লড়াই করবেন। বিজেপি সূত্রের খবর, আপাতত বেশ কিছু দল একজোট হয়েছে, পরে আরও দল আসতে পারে। সকলেই বুঝতে পারছেন, রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে দুর্নীতি করে পাহাড় চালানো হচ্ছে। যা মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য ২ দশক পর এবারই প্রথম পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। বিরোধীদের দাবি ছিল ত্রিস্তর নির্বাচন করা হোক। কিন্তু আইনি গেরোয় সেই দাবি মানতে পারেনি সরকার, ফলে দ্বিস্তর নির্বাচনই করানো হচ্ছে সেখানে। তবে অনেকেই মনে করছে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে কার্যত পাহাড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মহড়া দিচ্ছে বিরোধী দলগুলো। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।