সামসী: প্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠল। শাসকদল পরিচালিত রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য এবিষয়ে গত ২ মে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। স্বজনপোষণের পাশাপাশি প্রধানের বিরুদ্ধে তাঁরা আর্থিক তছরুপের চেষ্টার অভিযোগও তুলেছেন। অভিযোগের প্রতিলিপি এসডিও, ডিএম-এর কাছেও পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন প্রধান।
শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ওবাইদুল্লা, মনোয়ারা, আবু তাহেররা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অধিকাংশ সদস্যকে অন্ধকারে রেখে বিভিন্ন স্কিমের কাজ করছেন প্রধান রোশনারা বিবি। বেশিরভাগ কাজই হচ্ছে তাঁর নিজের বুথে বড় খেড়িয়া গ্রামে। তাঁদের অভিযোগ, ওই প্রকল্পগুলিতে প্রধান স্বজনপোষণ ও আর্থিক তছরুপের চেষ্টা করছেন। সেকারণে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন ওই পঞ্চায়েতের সদস্যরা।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান রোশনারা বিবি। তাঁর দাবি, অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া। এব্যাপারে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।