মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Malda | জমি নিয়ে বিবাদ! মালদায় দুই পক্ষের সংঘর্ষে খুন পঞ্চায়েত সেক্রেটারি, আহত ৬

শেষ আপডেট:

মালদা: হোলির দিন রক্তাক্ত মালদা (Malda)। জমি বিবাদকে কেন্দ্র করে (Land dispute) দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে খুন হলেন পঞ্চায়েত সেক্রেটারি (Panchayat secretary)। ঘটনায় আহত হয়েছে দুই পক্ষের প্রায় ৬ জন। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায়। মৃত ব্যক্তির নাম কমল মণ্ডল। তিনি ভূতনি থানার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কমল মণ্ডলের পরিবারের সঙ্গে ফেকন মণ্ডলের পরিবারের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু শনিবার বিকেলে হোলির উৎসবে ওই দুই পরিবারের মধ্যে সেই পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় কমল মণ্ডলের। এছাড়াও দুই পক্ষের আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন।

এদিন খবর পেয়েই ভূতনি থানার পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায়। মৃত কমল মণ্ডলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভূতনি থানায় পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Balurghat | অধ্যাপকের নামে ভুয়ো প্রোফাইল, অশ্লীল মেসেজে সম্মান নষ্ট, থানায় অভিযোগ

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: সাইবার দুষ্কৃতীর খপ্পরে এবার আইন কলেজের...

Summative Assessment | বেড়ে গেল পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর, শিক্ষকের অভাবে দুর্দশা স্কুলগুলিতে

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: কোর্টের নির্দেশের পরও চাকরি বাতিল হওয়া...

Malda | মালদার ফলের রাজার দুই কাহিনী, বাজার দখল দক্ষিণ ভারতের

এম আনওয়ার উল হক, বৈষ্ণবনগর: জগৎ বিখ্যাত ফজলি আমের...