উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গানের স্কুলেই নাবালিকা এক ছাত্রীকে যৌন হেনস্তার (Minor student sexually harassed) অভিযোগ উঠল সংগীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর (Sanjay Chakraborty) বিরুদ্ধে। মুম্বই (Mumbai) থেকে তাঁকে গ্রেপ্তার করেছে চারু মার্কেট থানার পুলিশ। জানা গিয়েছে, সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে সংগীতশিল্পী পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই (Ajay Chakraborty’s brother)।
পুলিশ সূত্রে খবর, চারু মার্কেট এলাকায় একটি গানের স্কুল রয়েছে সঞ্জয়ের। সেখানেই গান শিখতে আসত ওই নাবালিকা। কিন্তু সংগীতচর্চার সময় সেই স্কুলেই ওই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তা করেন সঞ্জয়। তা বাড়িতে জানাতেই নাবালিকার অভিভাবকরা পুজোর আগে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই নাকি অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তী মুম্বইয়ে চলে যান। সেখানেই তাঁর পরিচিত গায়ক-গায়িকার বাড়িতে থাকতে শুরু করেন।
জানা গিয়েছে, মুম্বইয়ে থাকাকালীন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সঞ্জয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। তারপরেও তিনি কলকাতায় আসছিলেন না বলে চারু মার্কেট থানার একটি টিম মুম্বইয়ে যায়। সেখানে তাঁর পরিচিত এক সংগীতশিল্পীর বাড়ির কাছ থেকেই সঞ্জয়কে চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার কলকাতায় নিয়ে এসে আদালতে তোলা হয়। বিচারক আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সঞ্জয়কে পুলিশি হেপাজতে পাঠিয়েছেন।