Sunday, February 16, 2025
Homeজাতীয়Jammu and Kashmir | উপত্যকায় আতঙ্ক, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে মৃত ২ পরিযায়ী...

Jammu and Kashmir | উপত্যকায় আতঙ্ক, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে মৃত ২ পরিযায়ী শ্রমিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার সোনমার্গে(Sonamarg) দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল সন্ত্রাসীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যেবেলায় একটি নির্মীয়মান টানেলের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের নাম অশোক চৌহান বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মৃত দুই শ্রমিক সেন্ট্রাল কাশ্মীরের গাণ্ডেরবাল জেলায়(Ganderbal district) নির্মীয়মাণ জেড মরথ টানেলে(Z Morh tunnel) কাজ করছিলেন যখন তাঁদের ওপর গুলি চালানো হয়।

প্রসঙ্গত, গত ১৮ ই অক্টোবর বিহার থেকে আগত এক পরিযায়ী শ্রমিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজের এক্স-হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘সোনমার্গ অঞ্চলের অ-স্থানীয় শ্রমিকদের ওপর এটি একটি নৃশংস এবং কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক খবর। এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছিলেন। এই জঙ্গি হামলায় ২ জন নিহত হয়েছে এবং আরও ২-৩ জন আহত হয়েছে। আমি নিরস্ত্র নিরপরাধ মানুষের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।’

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular