ইসলামপুর : পাঞ্জিপাড়া শুটআউট কাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশের আগে এদিন কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কোর্ট চত্বর।
পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজির নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে আব্দুলকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।
পুলিশ মনে করছে, ইসলামপুর কোর্ট লক আপে সাজ্জাক আলমের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া ও পুলিশকে গুলি মেরে পালিয়ে যাওয়ার পরিকল্পনার পেছনে কাজ করেছে আব্দুলের মাথাই। তাকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। যদিও এবিষয়ে পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি।