মাটিগাড়া: ফের দার্জিলিং জেলা তৃণমূলের সমতল শাখার সভানেত্রী পদে নির্বাচিত হয়েই বুথে চলো কর্মসূচির বার্তা দিলেন পাপিয়া ঘোষ। ইতিমধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি এবং চেয়ারপার্সন পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন হয়নি দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। দ্বিতীয় বারের জন্য পদে রয়ে গিয়েছেন পাপিয়া ঘোষই। মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘২০২৪ নিয়ে আমরা কিছু ভাবছি না। আমাদের একটাই ভাবনা মানুষের আরও কাছে কীভাবে পৌঁছানো যায়।’
তিনি আরও বলেন, ‘যেভাবে সারা বছর কাজ করি ঠিক একইভাবে করব। তবে আগামীতে দল যাকে প্রার্থী হিসেবে আমাদের হাতে তুলে দেবে তাকে নিয়ে আমরা একশো শতাংশ লড়াই করব। এছাড়া আমাদের মূল মন্ত্র হবে বুথে চলো কর্মসূচি। যেখানে বুথ ভিত্তিক সম্মেলন এবং বুথের কর্মীদের নিয়েই আমরা কাজ করব।’ এদিন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব তাঁকে খাদা এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।