উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভ্যালেন্টাইন্স ডে’র পরদিনই খুশির খবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সংগীতশিল্পী পিয়া চক্রবর্তী। শীঘ্রই তাঁদের কোলে সন্তান আসছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানিয়েছেন তারকা দম্পতি।
পিয়া শনিবার ফেসবুকে তাঁদের দুজনের ছবির পাশাপাশি দুই পোষ্য নিনা, বাঘার ছবিও পোস্ট করেন। তা ট্যাগ করা ছিল পরমকে। একই সঙ্গে থাকা আরেকটি ছবিতে লেখা, ‘বেবি অন দ্য ওয়ে’, অর্থাৎ শীঘ্রই সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় পিয়া লিখেছেন, ‘এটা আমরা। আমাদের সবচেয়ে পুরোনো নিনা, তারপর গত বছর এসেছে বাঘা। আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে। খুব শীঘ্রই সে আমাদের মধ্যে যোগ দেবে।’ হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘বেবি কামিং সুন’। এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। অনুরাগীরা তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৩-এর নভেম্বরে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে পরম-পিয়ার সন্তান পৃথিবীর আলো দেখবে।