নয়াদিল্লি: টোকিও প্যারা অলিম্পিকে সোনা জয়ী প্যারাশাটলার প্রমোদ ভগৎকে ১৮ মাসের জন্য নির্বাসনে পাঠাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)। যার ফলে প্রমোদ ২৮ অগাস্ট থেকে শুরু হতে চলা প্যারিস প্যারা অলিম্পিকে অংশ নিতে পারবেন না। অভিযোগ, প্রমোদ বিডব্লিউএফ-এর ডোপিং বিরোধী হোয়ারঅ্যাবাউট ক্লসের নিয়ম ভেঙেছেন। তিনি কোর্ট অফ আরবিটেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদনও করেছিলেন। কিন্তু সেই আবেদন ক্যাস নাকচ করে দেয়।
কী এই হোয়ারঅ্যাবাউট ক্লজ? প্রতিযোগিতা বন্ধ থাকাকালীন অ্যাথলিটদের ঠিকানা, ফোন নম্বর, ই-মেল ঠিকানা ইত্যাদি তথ্য নেওয়া হয়। এবং অ্যাথলিটরা ডোপিং করছেন কী না তার খোঁজ নেওয়া হয়। বিডব্লিউএফ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, ‘১২ মাসে তিনবার হোয়ারঅ্যাবাউট ক্লজ ভাঙার জন্য প্রমোদকে ১৮ মাস নির্বাসন দেওয়া হল। এই নির্বাসন বজায় থাকবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত।’
অন্যদিকে, প্রমোদের দাবি এর পিছনে রয়েছে প্রযুক্তিগত কারণ। তিনি সমাজমাধ্যম এক্সে লিখেছেন, ‘হোয়ারঅ্যাবাউট বিধি ভাঙার জন্য দায়ী প্রযুক্তিগত কারণ। বিশেষ করে শেষবারের ক্ষেত্রে। আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। কিন্তু তাও সমস্যার সমাধান করতে পারলাম না।’
ভারতীয় প্যারা ব্যাডমিন্টন দলের হেড কোচ গৌরব খান্না দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক। প্যারিসে প্রমোদ পদকের দাবিদার ছিল। তবে ও নিশ্চয়ই ফিরে আসবে।’