প্যারিস: প্যারিসে স্বপ্নভঙ্গ ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটের। অতিরিক্ত ওজনের জন্য ফাইনাল থেকে বাদ পড়লেন তিনি। মঙ্গলবার মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ। তাঁকে ঘিরে স্বর্ণপদক জেতার আশায় বুক বেঁধেছিলেন দেশবাসী। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার ফাইনাল শুরুর আগে ভিনেশের ওজন মাপা হয়। সেখানে দেখা যায়, নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। এই কারণে ফাইনাল থেকে বাদ পড়েন ভিনেশ। একেবারে শেষ মুহূর্তে ২৯ বছরের এই কুস্তিগিরকে অযোগ্য (ডিসকোয়ালিফাই) ঘোষণা করায় ভারতের সোনা জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটের ওজন ৫০ কেজির বেশি হয়েছে। তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’ এ প্রসঙ্গে বিকেল তিনটে নাগাদ বিবৃতি দেবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
Paris Olympics | প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগটের, ওজন বেশি থাকায় ফাইনাল থেকে বাদ
শেষ আপডেট: