প্যারিস: প্যারিস প্যারালিম্পিকে ভারতকে পঞ্চম পদক এনে দিলেন মধ্যপ্রদেশের জব্বলপুরের রুবিনা ফ্রান্সিস। তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন। আট প্রতিযোগীর ফাইনালে তাঁর স্কোর ২১১.১।
এর আগে রুবিনা ২০২২ এশিয়ান প্যারাগেমসে ব্রোঞ্জ, ২০২২ চাঙ্গওন বিশ্বকাপে ১টি রুপো, ২টি ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি গতবছর চাঙ্গওন বিশ্বকাপে ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ জেতেন।
রুবিনার জন্ম হয় পায়ে ত্রুটি নিয়ে। মেকানিক বাবা শুটিংয়ের প্রতি মেয়ের ভালোবাসা দেখে তাঁকে নিয়ে যান পুনের গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে। রুবিনার জীবনে ২০১৭ থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। জয় প্রকাশ নটিয়ালের প্রশিক্ষণে নজর কাড়েন রুবিনা। সুযোগ পান মধ্যপ্রদেশের শুটিং অ্যাকাডেমিতে। সেখানে কোচ হিসেবে পান যশপাল রানাকে। জেতেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার। বড় সাফল্য আসে ২০২১ সালের লিমা বিশ্বকাপে, যেখানে তিনি টোকিও প্যারালিম্পিকের যোগ্যতা অর্জন করেন। যদিও টোকিওতে সেখানে শেষ করেছিলেন সপ্তম স্থানে।