Top News

দালালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি করেছেন পার্থ-মানিক, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালে দালালদের মাধ্যমে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। শুক্রবার ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক সঙ্গে ৩৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া কার্যত ‘ঐতিহাসিক রায়’। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে তিনি লিখেছেন, ‘‘২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পর্ষদের প্রাক্তন সভাপতি-সহ আধিকারিকদের কাজ অনেকটা স্থানীয় ক্লাবের মতো। আর ইডির তদন্তে উঠে এসেছে, যাঁদের টাকা ছিল প্রাথমিক শিক্ষকের চাকরি তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছে।’’

বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে স্পষ্ট জানিয়েছেন ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা নজিরবিহীন। বিচারপতি জানান, অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগে যথেষ্টই অনিয়মের ছাপ রয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়ায় অযোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে বিচারপতি লেখেন, ‘‘মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়েছেন এমন চাকরিপ্রার্থীদেরও সংশ্লিষ্ট বিভাগে ১০ নম্বরের মধ্যে সাড়ে ৯ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি, অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়নি।’’

বিচারপতির আরও পর্যবেক্ষণ, চাকরিপ্রার্থীদের অনেকেই জানতেন না অ্যাপটিটিউড টেস্ট আসলে কী। যাঁরা বোর্ডের পরীক্ষায় কম নম্বর পেয়েছেন, লিখিত পরীক্ষায় কম স্কোর করেছেন, তাঁদের ইন্টারভিউতে বেশি করে নম্বর দিয়ে চাকরি দেওয়া হয়েছে। আর এই পুরো দুর্নীতিতে সবচেয়ে বেশি দায় তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। তিনি রায়ের শেষাংশে লিখেছেন, ‘‘এই পুরো অস্বচ্ছতা এবং দুর্নীতি হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতির জন্য। তিনি সব নিয়ম জানতেন। তা সত্ত্বেও সেই সব নিয়মই ভেঙেছেন। তাই রাজ্য সরকার যদি মনে করে, নতুন নিয়োগের পুরো ব্যয়ভার প্রাক্তন সভাপতির কাছ থেকে নিতে পারে।’’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Covishield Death Case: কোভিশিল্ডের জেরে মেয়ের মৃত্যুর অভিযোগ, সেরামের বিরুদ্ধে আদালতে পরিবারব্রিটিশ ভ্যাকসিন প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা…

1 min ago

Kunal Ghosh | দলকে ‘নয়া পরামর্শ’ কুণালের, তাঁর জায়গায় বসানো হোক আইপ্যাকের শীর্ষকর্তাকে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সকালে এক্সে (X-handel) তাঁর…

18 mins ago

কোন পথে যে চলি, কোন কথা যে বলি

রুদ্র সান্যাল মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই অনেকের অভিভাবকই চিন্তায় তাঁদের সন্তান আশানুরূপ ফল না করার…

19 mins ago

ক্ষমতার লড়াই: পাওয়ার বনাম পাওয়ার

সম্বিত পাল বারামতির করাঞ্জে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গাছের ছায়ায় সিমেন্ট বাঁধানো চত্বরে যখন গোল…

27 mins ago

জগন্নাথের রাজ্যে ভোটে তামিল মাহাত্ম্য

রূপায়ণ ভট্টাচার্য ভিকে পান্ডিয়ান নামে কি কাউকে চেনেন? না চিনলে চিনে রাখুন। জেনে রাখুন। জিকে…

43 mins ago

Elephant Attack | হাতির হানায় মৃত্যু মহিলার

চালসা: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে…

47 mins ago

This website uses cookies.