ফালাকাটা: ফালাকাটার (Falakata) চরতোর্ষা নদীর ওপর দিয়ে বাইক পার করাতে টাকা দিতে হচ্ছে। গত সোমবার থেকে নৌকোয় যাত্রী পারাপার চলছে। ডাইভারশনের পশ্চিম দিকের একাংশ জলের তোড়ে ভেঙে যাওয়ায় সেদিকেই নৌকো চলছে। এদিনও কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল বইছে। তাই ডাইভারশন সারাই এখনও না হওয়ায় মঙ্গলবারও ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। এদিকে সাইকেলে এখন খুব মানুষই যাতায়াত করেন। এখন অধিকাংশ বাসিন্দার সঙ্গী বাইক। কাজের প্রয়োজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। তাই নদীর ওপর দিয়ে বাইক পার করানোর জন্য চরতোর্ষায় স্থানীয় যুবকদের সিন্ডিকেট তৈরি হয়েছে। প্রত্যেক সিন্ডিকেটে সদস্য সংখ্যা ৫-৬ জন। এরকম প্রায় ১০-১২টি সিন্ডিকেট টাকার বিনিময়ে বাইক পার করাচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, বাইকপিছু ৫০ টাকা করে নিচ্ছে ওই সিন্ডিকেট চক্র। যদিও সিন্ডিকেটের এক সদস্য জানান, ‘পরিশ্রমের বিনিময়ে সামান্য টাকা নেওয়া হচ্ছে। একটি বাইক পার করাতে ৫-৬ জন প্রয়োজন।’ এভাবে টাকা দিয়ে বাইক পার করানোর সিন্ডিকেট চক্র সক্রিয় হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইভারশন সারাইয়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে। আর বৃষ্টি না হলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন : ঘরের বেড়া ভেঙে মজুত ধান সাবার করল হাতি