পাঞ্জাব কিংস – ২০৯/৯ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৫৫/৯ (২০ ওভার)
মুম্বই : গুড টস টু লুজ।
টসে হারের পর বলছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। কেন? জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনরা তা বোঝালেন।
শুরুটা বেয়ারস্টোর। গত ম্যাচে হাফ সেঞ্চুরিতে সলতে পাঁকিয়ে রেখেছিলেন। আজ বিস্ফোরণ। পাওয়ার প্লেতে বেয়ারস্টোর (২৯ বলে ৬৬) খুনে ব্যাটিংয়ে সামনে খড়কুটোর মতো উড়ে যায় জোশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজরা (দুজনের ৬ ওভারে ১০০ রান!)। বটমহ্যান্ড শটে আপারহ্যান্ড নিলেন বোলারদের। যা চালালেন, বেশিরভাগই ভাসতে ভাসতে গ্যালারিতে!
আবার ডেথে আরসিবির মৃত্যুঘণ্টা বাজালেন লিভিংস্টোন (৪২ বলে ৭০)। দুই ইংরেজ ব্যাটারের ব্র্যাবোর্ন শোয়ের জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। ২১০ রানের বিশাল লক্ষ্যের চাপে ভেঙে পড়ে আরসিবি। সম্ভাবনা জাগিয়ে ব্যর্থতার কানাগলিতেই বিরাট কোহলি (২০)। কাগিসো রাবাদার (৩/২১) বলে গ্লান্স করতে গিয়ে ক্যাচ।
পঞ্চম ওভারে ঋষি ধাওয়ান (২/৩৬) জোড়া স্ট্রাইকে ফাফ ডুপ্লেসি (১০), মহিপাল লোমরোরকে (৭) ফিরতে দেয়ালে পিঠ ঠেকে যায় আরসিবি। রজত পাতিদার (২৬), গ্লেন ম্যাক্সওয়েল (২৬), দীনেশ কার্তিকরাও (১১) ব্যর্থ চাপ সামলাতে। নিটফল ৫৪ রানে হেরে প্লেঅফের রাস্তা কঠিন করে ফেলল ব্যাঙ্গালোর (১৩ ম্যাচে ১৪)। পাঞ্জাব (১২ ম্যাচে ১২) সেখানে দুরন্ত জয়ে আশাটুকু বাঁচিয়ে রাখল।
ম্যাচের ভাগ্য কার্যত গড়ে দেন বেয়ারস্টোর স্বপ্নের শুরু। পাওয়ার প্লেতে পাঞ্জাব ৮৩/১! চলতি লিগে যা সর্বোচ্চ। শিখর ধাওয়ানও (২১) ৬০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন বেয়ারস্টোর সঙ্গে। জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। ভানুকা রাজাপাক্ষেকে (১) দ্রুত ফেরান স্বদেশীয় ওয়ানিন্দু হাসারাঙ্গা। বেয়ারস্টোদের দাপটের মাঝে হাসারাঙ্গা (৪-০-১৫-২) এদিন ব্যতিক্রম। পার্পল ক্যাপের দৌড়েও ধরে ফেললেন যুযবেন্দ্র চাহালকে (২৩ উইকেট)। হর্ষল প্যাটেল (৪/৩৩) ব্যাটিং সহায়ক উইকেটে ছাপ রাখেন।
বেয়ারস্টোকে ফেরান বাংলার শাহবাজ আহমেদ। বাইরের বল চালাতে গিয়ে মিসটাইম শটে ইতি বেয়ার-স্ট্রমের। বাউন্ডারির (চারটি) চেয়ে ছক্কা (সাতটি) বেশি। ফেরার আগে মাস্ট উইন ম্যাচে পাঞ্জাবকে স্বপ্নের শুরু (৯.১ ওভারে ১০১/৩) দিয়ে যান বেয়ারস্টো।
যার ওপর দাঁড়িয়ে লিভিংস্টোনের দুরন্ত ফিনিশ। স্লগ হিটিংয়ে বদলে পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রয়োগ করলেন। মায়াঙ্কের (১৯) সঙ্গে ৫১ রানের জুটির পর ডেথে ঝড় তুলে দলকে দুশো পার করে দেন লিভিংস্টোন। যেই লক্ষ্য ছুঁতে পারল না আরসিবি।
আরও পড়ুন : আই লিগে ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে মহমেডান স্পোর্টিং