রায়গঞ্জ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত ছেলে ও তার বাবাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম ভিশাল মাউরিয়া(৩০), সঞ্জয় মাউরিয়া(৫৪)। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের বেনারস জেলার সিঙ্গুরিয়া থানার মাড়াই গ্রামে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতের বিশেষ কোর্টে তোলা হলে বিচারক ভিশাল মাউরিয়াকে ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। বাবা সঞ্জয় মাউরিয়াকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের এক যুবতীর সঙ্গে বেসরকারি সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ার ভিশাল মাউরিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কর্মসূত্রে অভিযুক্ত ভিশাল হরিয়ানার পানিপথে থাকত। সেইখানেই থাকতেন ওই যুবতী। যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে সহবাস করার পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মারধর করে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত। এরপর ওই যুবতী রায়গঞ্জে নিজের বাড়িতে এসে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
ওই যুবতীর বক্তব্য, ‘আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। আমার সঙ্গে ভিশালের ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরপর বিয়ের জন্য হরিয়ানায় তার কর্মস্থলে চলে যাই। সেখানে তার ভাড়া বাড়িতে গিয়ে উঠি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার আমার সঙ্গে সে সহবাস করেছে। আমার অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকা হাতিয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।‘