উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক মাসগুলিতে উড়ানের সময় একাধিকবার বৈদ্যুতিন ত্রুটি ও প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে বোইং ৭৮৭ (Boeing 787)। এর জেরে সমস্ত বোইং ৭৮৭ বিমানের উড়ান বন্ধ রেখে ত্রুটি খতিয়ে দেখার দাবি তুলল ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)। এই দাবি জানিয়ে পাইলটদের সংগঠন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখেছে। চিঠিতে সংগঠন ক্রমাগত বৈদ্যুতিক সমস্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য এয়ার ইন্ডিয়ার বিমানের বিশেষ ‘ডিজিসিএ অডিট’ করানোর দাবিও জানিয়েছে।
৪ অক্টোবর, অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটিকে টারবাইনে সমস্যার জন্য জরুরি অবতরণ ঘটানো হয়। ৯ অক্টোবর, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানকে সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে দুবাইতে ঘুরিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছুক্ষণ বিরতির পর বিমানটি ভারতীয় সময় সকাল ৮:৪৫ মিনিটে দুবাই বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সরকারকে লেখা চিঠিতে, এফআইপি এই দুটি ঘটনার কথা উল্লেখ করে বলেছে, ‘এগুলিতে বড় ধরনের কারিগরি সমস্যা ছিল যেখানে অটোপাইলট সিস্টেম হঠাৎ করে ব্যর্থ হয়ে একাধিক কারিগরি ত্রুটির সূত্রপাত ঘটায়। শুধু তাই নয়, বিমানটির অটোপাইলট, ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), ফ্লাইট ডিরেক্টরস (FD) এবং অটোল্যান্ড সিস্টেমে সমস্যা ধরা পড়ে।
পাইলটদের সংস্থাটি এর আগে ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমান এআই ১৭১-এর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানায়, যে দেশে বি-৭৮৭-এর ব্যর্থতার কারণ অনুসন্ধান না করে বিমান ভ্রমণের নিরাপত্তার সঙ্গে আপস করা হচ্ছে। এদিনের চিঠিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস পরিস্কার জানিয়েছে, ‘আমরা আবারও মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করছি যে এখনই এয়ার ইন্ডিয়ার সমস্ত বি-৭৮৭ বিমান বন্ধ করে দিন এবং এই বিমানগুলির বিশেষ করে বৈদ্যুতিক ব্যবস্থাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হোক। একই সঙ্গে ডিজিসিএ সমস্ত বি-৭৮৭ বিমানের একটি বিশেষ অডিট পরিচালনা করুক এবং এই বিমানগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হোক। কারণ দিন দিন ত্রুটিগুলি বৃদ্ধি পাচ্ছে, যা বিমান সুরক্ষার উপর মারাত্মক প্রভাব ফেলছে।’

