উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পিকে বন্দ্যোপাধ্যায়ের (PK Banerjee) বাড়িতে খুন! বাড়ির পরিচারকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচারক ও গাড়িচালকের মধ্যে বচসার জেরে খুনের ঘটনা ঘটে। অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
সল্টলেকের জিডি পার্ক সংলগ্ন পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি ও তাঁর স্ত্রীর অবর্তমানে থাকেন তাঁর মেয়েরা। জানা গিয়েছে, দোলের দিন শুক্রবার রাতে বাড়িতে গাড়ির চালক বরুণ ঘোষ এবং পরিচারক গোপীনাথ মুহুরি মদের আসর বসান। সেখানে দু’জনের মধ্যে বচসা হয়, যা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তর্কাতর্কি চলাকালীন হঠাৎ উঠে রান্নাঘরে চলে যায় বরুণ। এরপর ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে গোপীনাথকে। রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমে বরুণকে গ্রেপ্তার করে পুলিশ। নেহাতই মদ খাওয়া নিয়ে গণ্ডগোল, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন ওই বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছোবেন। নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য। ঘটনার তদন্ত চলছে।