Breaking News

অবশেষে মিলল মুক্তি, ২৭৬ ভারতীয়কে নিয়ে মুম্বই বিমানবন্দরে নামল ফ্রান্সে আটক বিমান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে চারদিন পর মিলল মুক্তি। ২৭৬ ভারতীয় যাত্রীদের নিয়ে দেশে ফিরল ফ্রান্সে আটকে পড়া বিমান। মঙ্গলবার ভোর ৪টা নাগাদ মুম্বই বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। মানবপাচারের অভিযোগে নিকারাগুয়ার উদ্দেশে যাওয়া একটি বিমানকে ফ্রান্সের একটি বিমানবন্দরে আটকে রেখেছিল ফরাসি প্রশাসন। জানা গিয়েছিল, চার্টার্ড বিমানটিতে থাকা ২৭৬ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয়। রবিবার ফ্রান্সের আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার রায় দেয়। তারপরই সোমবার দুপুরে ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

গত শুক্রবার জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি। বিমানে যাত্রীদের মধ্যে ছিল ১১টি শিশু, যাদের কোনও অভিভাবক ছিল না। সেই সময়ই ফরাসি প্রশাসনের সন্দেহ হয়, পাচারের উদ্দেশেই তাদের নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত বিমানটিকে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দর চত্বরেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়।

সূত্রের খবর, বিমানের ভারতীয় যাত্রীরা সংযুক্ত আরব আমিরশাহিতে কাজ করতেন। তাঁরা নিকারাগুয়া হয়ে আমেরিকা বা কানাডায় যাওয়ার চেষ্টা করছিলেন। যে বিমানে তাঁরা যাচ্ছিলেন, সেটি ছিল রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইনসের। ঘটনায় অসন্তুষ্ট বিমান সংস্থাটিও। তাদের দাবি, ওই উড়ানে শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করেছিল তারা। মানব পাচার হচ্ছিল কি না, সেই বিষয়ে তাদের কিছু জানা নেই। ওই সংস্থার বিরুদ্ধে ফরাসি সরকার কোনও পদক্ষেপ করলে পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন ওই সংস্থার আইনজীবী। যদিও ফ্রান্সের সংগঠিত অপরাধ দমন শাখা বিমানটির সঙ্গে কোনও অপরাধচক্র যুক্ত কি না, তার তদন্ত শুরু করেছে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sundarban | মাথায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন! সুন্দরবনে চোরাশিকারিদের নিশানায় বনকর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুন্দরবনের (Sundarban) জঙ্গলে চোরাশিকারিদের (Poachers)হাতে খুন হলেন এক বনকর্মী (Forest worker)।…

6 mins ago

Samsi | খাঁড়ির উপর হয়নি কালভার্ট, প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোই ভরসা পিন্ডলতলাবাসীর

সামসী: সামসী(Samsi) গ্রাম পঞ্চায়েতের অধীন পিন্ডলতলা গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি মরা…

17 mins ago

Theft Case | মন্দিরের তালা ভেঙে গয়না চুরি

ইসলামপুর: মন্দিরের তালা ভেঙে গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী (Theft Case)। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে…

35 mins ago

Money Seized | ফের উদ্ধার টাকার পাহাড়! আয়কর দপ্তরের নিশানায় এবার কারা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন টাকার পাহাড়! তিন জুতো ব্যবসায়ীর (Show traders) বাড়িতে তল্লাশি…

57 mins ago

Narendra Modi | ‘সন্তদের অপমান দেশ মেনে নেবে না’, মমতার মন্তব্যের কড়া জবাব মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সন্তদের অপমান দেশ মেনে…

59 mins ago

পায়ের ব্যথা ভোগাচ্ছে? নিয়ম করে এই ৩টি ব্যায়াম করুন…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অল্প বয়স থেকেই পায়ের ব্যথায় ভুগছেন? ২৫-এর তরুণী হোক বা পঞ্চাশোর্ধ্ব…

1 hour ago

This website uses cookies.