রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Gazole | ‘প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতেই হবে’, বিতরণ করা হল হাজার খানেক পাটের ব্যাগ

শেষ আপডেট:

গাজোল: পরিবেশ দূষণ রুখতে বন্ধ করতে হবে প্লাস্টিকের তৈরি ক্যারিব্যাগ ব্যবহার। আর সেই জায়গায় ব্যবহার করতে হবে পচনশীল দ্রব্য দিয়ে তৈরি বিভিন্ন ব্যাগ। সেটি কাপড়ের ব্যাগ হতে পারে আবার পাট দিয়ে তৈরি ব্যাগও হতে পারে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করা হচ্ছে। এবার এই বিষয় নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারও। এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর উদ্যোগে বাংলার চটকলগুলির পক্ষ থেকে বিতরণ করা হল পাট দিয়ে তৈরি সুদৃশ্য ব্যাগ। বৃহস্পতিবার গাজোল হাটে বেঙ্গল জুটমিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় হাজার খানেক সুদৃশ্য ব্যাগ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিডিও, আইসি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির হাতে একগুচ্ছ ব্যাগ তুলে দেওয়া হয় কর্মীদের ব্যবহারের জন্য। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিধানচন্দ্র রায়, সংগঠনের যুগ্ম সম্পাদক জয় সাহা, অন্যতম কর্মকর্তা অনির্বাণ বসাক সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী এবং সদস্যরা।

এই বিষয়ে বিধান বাবু বলেন ‘পরিবেশ দূষণ রুখতে আমাদের প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতেই হবে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আমরাও জুটমিলগুলির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করুন। সেই জায়গায় পাট দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এর ফলে জুট মিলগুলোর উৎপাদন একদিকে যেমন বৃদ্ধি হবে তেমনি কর্মসংস্থানও বাড়বে। পাশাপাশি পরিবেশ দূষণ অনেকটা কমে আসবে। আমরা গাজোল হাটে সাধারণ মানুষের মধ্যে প্রায় হাজার খানেক ব্যাগ বিতরণ করলাম। আগামী দিনে মালদা জেলার অন্যান্য এলাকাতেও এই বিতরণ করা হবে।’

Share post:

Popular

More like this
Related

Mathabhanga | ‘সমস্ত বাজনার যন্ত্রপাতি ভেঙে দেয়’, দোল উৎসব চলাকালীন পুলিশি হামলার অভিযোগ গ্রামবাসীর!  

মাথাভাঙ্গা: দোল উৎসব চলাকালীন মাথাভাঙ্গার ছাট খাটেরবাড়িতে পুলিশি হামলার...

Kumarganj | পুকুরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় তরুণের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা  

কুমারগঞ্জ: হোলির আনন্দ উৎসবের মাঝেই শনিবার দুপুরে বটুন মধ্যপাড়ায়...

Dinhata | নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা! দিনহাটায় বন্ধুর গুলিতে প্রাণ গেল তরুণের

দিনহাটা: হোলির দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তপন বর্মন...

Malda | জমি নিয়ে বিবাদ! মালদায় দুই পক্ষের সংঘর্ষে খুন পঞ্চায়েত সেক্রেটারি, আহত ৬

মালদা: হোলির দিন রক্তাক্ত মালদা (Malda)। জমি বিবাদকে কেন্দ্র...