রাজ্য

স্টেডিয়ামে অর্ধসমাপ্ত ক্রিকেটের অনুশীলনের জায়গা, কাজ শেষ করার দাবি খেলোয়াড়দের

কোচবিহার: রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে ক্রিকেটের ইন্ডোর অনুশীলনের জায়গা। এখানে বর্ষায় ক্রিকেটের অনুশীলন বন্ধ থাকে। সেজন্য একটি ইন্ডোর জায়গা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বহু বছর আগে। সেটি তৈরি হলে সারা বছরই ক্রিকেটের অনুশীলন করা যাবে। কিন্তু সেই কাজ অর্ধেক হয়ে রয়েছে। বর্তমানে সেই কাজ বন্ধই।

শহরের ক্রিকেটাররা বর্ষার আগেই কাজ সম্পন্ন করার দাবি করেছেন। জেলা ক্রীড়া সংস্থার দাবি, এপ্রিলের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘যত দ্রুত সম্ভব সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলের মধ্যেই হয়ে যাবে। আসন্ন বর্ষার সময় ইন্ডোরের ভিতরেই ক্রিকেটের অনুশীলন চলবে।’

কোচবিহার স্টেডিয়ামে বর্তমানে অনূর্ধ্ব-১৫ বছরের ৮২ জন ক্রিকেটার নিয়মিত ক্রিকেটের অনুশীলন নেয়। সেখানে ভালো দক্ষতার সুবাদে জেলা দলে সুযোগ মেলে। ক্রমে জেলা ও রাজ্য স্তরের ক্রিকেটে অংশ নেওয়ার ছাড়পত্র পায় ক্রিকেটাররা। তবে ভালো দক্ষতার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন।

বছরের অন্য সময় স্টেডিয়ামে খোলা মাঠে অনুশীলন চলে ঠিকই কিন্তু বর্ষার সময় বৃষ্টির কারণে একটানা কয়েকমাস অনুশীলন বন্ধ থাকে। তার ফলে ক্রিকেটারদের অনুশীলনে ছেদ পড়ায় পরবর্তীতে তাদের খেলায় তার কুপ্রভাব পড়ে। সেজন্য কয়েক বছরই আগে স্টেডিয়ামের গ্যালারির পাশে একটি ইন্ডোরের ব্যবস্থা করা হয়। সেখানে পাকা পিলার তৈরি করে রাখা হয়েছিল। কয়েকমাস আগে উপরে টিনের শেড দেওয়া হয়। কিন্তু তারপর আর কাজ এগোয়নি।

কয়েকজন ক্রিকেটারের কথায়, বৃষ্টির মরশুম প্রায় চলেই এল। দ্রুত ইন্ডোরটির কাজ সম্পন্ন না করা হলে এবারও বৃষ্টিতে অনুশীলন বন্ধ রাখতে হবে। তাই ইন্ডোরের বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এক খুদে ক্রিকেটারের অভিভাবক পরিতোষ দাসের কথায়, ‘বর্ষার সময় অনুশীলন বন্ধ থাকে। যদি ইন্ডোরটি চালু হয় তাহলে সবাই এটার ভিতরেই ওই সময় অনুশীলন করতে পারবে। কর্তৃপক্ষের উচিত দ্রুত এদিকে নজর দেওয়া। তাতে খেলাধুলোর মান বাড়বে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Train accident | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা, উদ্বেগ প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল পৌনে নয়টা নাগাদ ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি…

31 mins ago

Kumarganj | আগুন কেড়েছে মায়ের প্রাণ-ঘরবাড়ি, অসহায় ৩ শিশুর রাত কাটে প্রতিবেশীর বারান্দায়

কুমারগঞ্জঃ আগুনে পুড়ে মা মারা গেছে ছয় মাস হল। প্রায় দুই মাস হল বাবা চলে…

49 mins ago

Train accident | রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড়ো ট্রেন দুর্ঘটনা (Train accident)। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) এবং মালগাড়ির…

2 hours ago

West bengal weather update | ভাসছে উত্তরবঙ্গ, গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গ, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে (Rain) ভাসছে উত্তরবঙ্গ। এদিকে গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। কবে স্বস্তির বৃষ্টি…

2 hours ago

Mango festival | দিল্লিতে শুরু হয়েছে আমের মেলা, নজর কেড়েছে মালদার ল্যাংড়া, লক্ষণভোগ 

মালদাঃ রবিবার রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। দিল্লির সেই আম মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের…

2 hours ago

Suvendu Adhikari | ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু, ‘শেষ দেখে ছাড়ব’, মন্তব্য রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে দেখা করলেন রাজ্যের…

13 hours ago

This website uses cookies.