শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Rahul Gandhi | ‘মহাকুম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানালেন না’, মোদির ভাষণ নিয়ে সুর চড়ালেন রাহুল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় মহাকুম্ভের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহাকুম্ভের (Maha Kumbh) সফল আয়োজনের জন্য ভারতের জনগণ, বিশেষত উত্তরপ্রদেশ এবং প্রয়াগরাজের মানুষজনকে ধন্যবাদ জানান তিনি। এমনকি মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করা বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী। কিন্তু নিজের ভাষণে মহাকুম্ভের পদপিষ্টের ঘটনার কোনও উল্লেখ করেননি মোদি। এমনকি নিহতদের প্রতিও শ্রদ্ধা জানাননি তিনি। আর এবার এই প্রসঙ্গ তুলেই সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।

এদিন কংগ্রেস নেতা বলেন, ‘আজ প্রধানমন্ত্রী যা বলেছেন তা আমি সমর্থন করতে চেয়েছিলাম। অবশ্যই কুম্ভ আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি। কিন্তু আমাদের একমাত্র অভিযোগ হল, যারা মহাকুম্ভে নিহত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাননি প্রধানমন্ত্রী।’ রাহুল গান্ধি আরও বলেন, ‘মহাকুম্ভে কাজের সুযোগ আশা করেছিল তরুণ সমাজ। তাই প্রধানমন্ত্রীর এই বিষয়েও অবশ্যই কথা বলা উচিত ছিল।’ পাশাপাশি মোদি কুম্ভ নিয়ে কথা বললেও বিরোধী দলনেতাকে এই নিয়ে বলার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রাহুল বলেন, ‘গণতান্ত্রিক কাঠামো অনুসারে বিরোধী দলনেতার কথা বলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু সেখানে বিরোধীদের বলার সুযোগই দেওয়া হয় না। এটাই হয়তো নতুন ভারত।’

এদিন মহাকুম্ভের সাফল্য নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, ‘সমগ্র বিশ্ব মহাকুম্ভের মাধ্যমে ভারতের শক্তি দেখেছে। মহাকুম্ভ নতুন সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। সেই সঙ্গে আমাদের শক্তি নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাঁদেরও উপযুক্ত জবাব দিয়েছে।’

প্রসঙ্গত, মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসেব অনুযায়ী, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতও হয়েছিলেন অনেকে। এরপরই উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে উঠে এসেছিল নানা অভিযোগ। কিন্তু এদিন মোদির দীর্ঘ বক্তৃতায় মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনার কোনও উল্লেখ ছিল না।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SSC | অযোগ্যদের বেতন ফেরাতে উদ্যোগী নয় রাজ্য! আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার...

Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে...

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা 'অযোগ্য' হিসাবে চিহ্নিত নন...

Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে...