উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। রাজনীতির আঙিনায় দূরত্ব থাকলেও ব্যক্তি বুদ্ধদেবকে ভীষণভাবে শ্রদ্ধা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে এই হৃদয়বিদারক খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করলেন মোদি। লিখলেন, ‘দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার, তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা।’
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে নরেন্দ্র মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি এক জন বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন। যিনি একাগ্র ভাবে তাঁর রাজ্যের মানুষের সেবা করেছেন। দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার, তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা। ওঁর পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।’
Saddened by the passing of Shri Buddhadeb Bhattacharjee, former CM of West Bengal. He was a political stalwart who served the state with commitment. My heartfelt condolences to his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 8, 2024
উল্লেখ্য, একটা সময় বিজেপির বিরুদ্ধে বারবার সুর চড়াতেন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। একবার হাওড়া ময়দানে বক্তৃতা দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘বিজেপি যদি এই রাজ্যে মাথা তুলতে আসে, সেই মাথা আমরা ভেঙে দেব।’ সেসব এখন অতীত। সমস্ত রাজনৈতিক জটিলতাকে দূরে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোক বার্তা দিলেন নরেন্দ্র মোদি। যদিও বুদ্ধদেবকে দু’বছর আগেই ‘পদ্মভূষণ’ সম্মান দিতে চেয়েছিল মোদি সরকার। অসুস্থ বুদ্ধ সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন।