মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

PM Modi | মহাসাগরের রক্ষায় অগ্রাধিকার মোদির 

শেষ আপডেট:

পোর্ট লুই (মরিশাস): ভারত ও মরিশাসের (Mauritius) দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার ‘বর্ধিত কৌশলগত অংশীদারিত্বে’ নিয়ে গেলেন মোদি। বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে বুধবার আটটি চুক্তি স্বাক্ষরিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) গ্লোবাল সাউথের উন্নয়নে এক নয়া দৃষ্টিভঙ্গির উন্মোচন করলেন যার মূল কথা ভারত মহাসাগরীয় অঞ্চলের অগ্রগতি ও নিরাপত্তা।

দু’দিনের সফরের শেষদিনে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মহাসাগরে চিনের প্রভাব রুখতে তিনি সামুদ্রিক নিরাপত্তায় জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাঁদের বৈঠক হয়েছে। তারপর গ্লোবাল সাউথের সুরক্ষা ও শ্রীবৃদ্ধিতে ‘মহাসাগর’ নামে এক নতুন দৃষ্টিভঙ্গির কথা ঘোষণা করেছেন। যার মূল কথা মহাসাগর সংলগ্ন অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের পারস্পরিক ও সামগ্রিক অগ্রগতি। মোদি বলেছেন, ভারত ও মরিশাস নিরাপদ, সুরক্ষিত ও উন্মুক্ত ভারত মহাসাগরই দু’দেশের লক্ষ্য। তিনি জানান, রামগুলাম এই বিষয়ে একমত হয়েছেন। প্রতিরক্ষায় সহযোগিতা ও সামুদ্রিক নিরাপত্তা দু’দেশের কৌশলগত অংশীদারিত্বে একটি গুরুত্বপূর্ণ অংশ।

মোদি পরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মরিশাসের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের নিরাপত্তায় পূর্ণ সহযোগিতা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারত ও মরিশাসের মধ্যে যে আটটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হল, আন্তঃসীমান্ত লেনদেনের জন্য জাতীয় মুদ্রা ব্যবহারের প্রচার, সামুদ্রিক তথ্য ভাগাভাগি, অর্থ পাচার প্রতিরোধে যৌথভাবে কাজ, এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি) খাতে সহযোগিতা বৃদ্ধি।

মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান’ সম্মানে ভূষিত হয়েছেন মোদি। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে ১১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | ক্রমশ খেলা ঘুরছে বাংলাদেশে! সকলের নজরে সেনাপ্রধানের ভূমিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে নানা...

Yashwant Varma | ‘কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়’, বিচারপতি বর্মার বদলির নির্দেশে কর্মবিরতিতে আইনজীবীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন...

Nagpur violence | নাগপুর গোষ্ঠী সংঘর্ষের মূল অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার, অভিযোগ অবৈধ নির্মাণের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাহিম খান, ১৭ মার্চ নাগপুরে...

Hyderabad | মহিলাদের কামরায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা! চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরায় একা পেয়ে ধর্ষণের...