নয়াদিল্লি: ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার থেকে রাশিয়ার কাজানে শুরু হবে দু’দিনের সম্মেলন। পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা তাতে যোগ দেবেন। যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত-রাশিয়ার ‘বন্ধুত্ব’ আরও শক্তিশালী করবে এই সফর।’
কাজানে রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সামিট চলাকালীন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘জুলাই মাসে আমি রাশিয়ায় শীর্ষস্তরের বৈঠক করেছিলাম। এই সফরে সম্পর্ক আরও মজবুত হবে। ব্রিকসভুক্ত অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করব।’
ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী। গত বছর অগাস্টে এই সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এবছর ১৬তম ব্রিকস সামিটের আয়োজক দেশ রাশিয়া। ২২ থেকে ২৩ অক্টোবর কাজানে তা অনুষ্ঠিত হবে। সম্মেলনে উঠতে পারে রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গ।