প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: ‘নাটু নাটু’। এস এস রাজামৌলীর ম্যাগনাম ওপাস ‘আরআরআর’-এর বিশ্বখ্যাত ড্যান্স ট্র্যাক। গোল্ডেন গ্লোব, অস্কার জিতে নেওয়া এম এম কিরাওয়ানির সুরারোপিত জনপ্রিয় এই গানের ছন্দে দুলে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ‘নাটু নাটু’র গুণমুগ্ধদের সংখ্যা গোটা বিশ্বজুড়ে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এই গান এতটাই পছন্দের যে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিখ্যাত পপ গায়ক গাই সেবাস্টিনকে এই গানটি শেখার পরামর্শ দেন তিনি। সিডনিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপর্ব শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উচ্ছ্বসিত বার্তা জানিয়েছেন স্বয়ং গাই সেবাস্টিন।
উল্লেখ্য, ত্রিদেশীয় সফরে জাপান, পাপুয়া নিউ গিনির পর অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ‘ফিপিক’ শীর্ষ সম্মেলনের সহ-আয়োজক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলিতে সফর মোদির। সিডনিতে প্রবাসী ভারতীয়দের কাছে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। তাঁকে স্বাগত জানাতে সিডনির আকাশে দিনের বেলা ‘স্কাই রাইটিং’-এ ভেসে উঠল ‘ওয়েলকাম মোদী’। সিডনিতে কমিউনিটি ইভেন্টেও অংশ নেন তিনি। নাচে, গানে তাঁকে জানানো হয় অভ্যর্থনা। সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রিকেট, সিনেমা, টেনিস, রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’-এর কথা বলেন মোদি। অস্ট্রেলিয়ানদের সঙ্গে ভারতীয়দের আত্মিক সম্পর্কের কথা বলতে গিয়ে মোদি বলেন, বিখ্যাত অজি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর কথা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ানদের গভীর সম্পর্ক। গত বছর যখন শেন ওয়ার্ন প্রয়াত হন, তখন আমরা ভারতীয়রাও কেঁদেছিলাম। মনে হয়েছিল কাছের কাউকে হারিয়েছি আমরা।’
এর পাশাপাশি বিখ্যাত শিল্পী ড্যানিয়েল মেট, নোবেলজয়ী বিজ্ঞানী ব্রায়ান পল স্মিথ, রন্ধনবিশারদ সারা টড, সমাজসেবী মার্ক বাল্লা, এন্ড্রু ফরেস্ট, পল স্রয়েডার, জিনা রাইনহার্টের মতো প্রথিতযশাদের সঙ্গে সাক্ষাৎও করেন প্রধানমন্ত্রী। গ্র্যামি বিজেতা পপস্টার গাই সেবাস্টিন তাদের মধ্যে অন্যতম। প্রায় মিনিট ১৫ তিনি নিরবচ্ছিন্ন কথা বলার সুযোগ পান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। সাক্ষাৎ পর্ব সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবাস্টিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এই সাক্ষাৎ চিরকাল মনে থাকবে। তিনি শুধু এক সম্মানীয় রাষ্ট্রনেতাই নন, সংগীতের গুণগ্রাহীও বটে। প্রাচ্য ও পাশ্চাত্য সংগীত নিয়ে অনেক কথা হয়। উনি (মোদি) আমায় ওঁনার একটি পছন্দের গান ‘নাটু নাটু’ও শিখতে বলেছেন। আমি অবশ্যই চেষ্টা করব।’ শুধু সেবাস্টিন নন, সেবাস্টিনের বৃদ্ধা মা, যিনি আদ্যন্ত মোদি অনুরাগী, তাঁর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মোদি। মোদির সাক্ষাৎ পেয়ে খুশি সেবাস্টিন ও তাঁর মা। আগামীকাল ত্রিদেশীয় সফর শেষে দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর।