উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারিতে এআই সামিট (AI Summit) অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্সে। ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট। সামিটে অংশ নিতে আগামী মাসে ফ্রান্স (France) সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi visit to France)। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূতদের ৩০তম সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাসি ফ্রান্সের প্রেসিডেন্ট এও জানিয়েছেন, আমেরিকা, চিন, ভারতের পাশাপাশি আরব দেশগুলিও এআই সম্মেলনে অংশ নেবে।
ভারত সহ প্রায় ৯০টি দেশকে এই এআই অ্যাকশন সামিটে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে, ভুল তথ্য ছড়ানো এবং এআইয়ের অপব্যবহারের বিষয়ে আলোচনা করা হবে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্যারিসের গ্র্যান্ড প্যালেসে। এর আগে প্রধানমন্ত্রী মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক হয়েছিল ১৮ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনে।