মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

PM Narendra Modi | দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করাই লক্ষ্য! দু’দিনের সফরে আর্জেন্টিনায় পৌঁছলেন মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চদেশীয় সফরের তৃতীয় ধাপে এবার দু’দিনের জন্য আর্জেন্টিনায় (Argentina) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) তিনি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিগত ৫৭ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে (Bilateral visit) সেদেশে গেলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে (Ezeiza International Airport) পৌঁছানোর পরই মোদিকে আর্জেন্টিনার স্থানীয় রীতি অভ্যর্থনা জানানো হয়। মোদি এক্স হ্যান্ডলের একটি পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের উপর আলোকপাত করে বুয়েনস আইরেসে অবতরণ করেছি। আমি প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে দেখা করতে এবং বিস্তারিত আলোচনা করতে আগ্রহী।’

বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, বাণিজ্য এবং বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও আর্জেন্টিনার অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী মোদি সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বিস্তারিত আলোচনা করবেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মোদি। তবে সেটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও সফর ছিল না। এবারের পঞ্চদেশীয় সফর ঘানা থেকে শুরু করেছেন প্রধানমন্ত্রী। এরপর ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়েছিলেন তিনি। এবার আর্জেন্টিনা সফরের পর তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের শেষ পর্যায়ে নামিবিয়াতে যাবেন মোদি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Odisha | ওডিশায় কলেজ পড়ুয়ার মৃত্যুতে তোলপাড়, বনধ ডাকল কংগ্রেস সহ ৮ বিরোধীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ...

Donald Trump | যুদ্ধ না থামালে বসবে ১০০% শুল্ক! পুতিনকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করা...

Axiom-4 | পৃথিবীতে পৌঁছে গেলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী, প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল ‘ড্রাগন’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে...

Nimisha Priya | আলোচনায় আশার আলো! ইয়েমেনে আপাতত স্থগিত ভারতীয় নার্স নিমিশার ফাঁসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় স্বস্তি। ইয়েমেনে (Yemen) কেরলের...