Breaking News

অযোধ্যায় পৌঁছোলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিমানবন্দরে মোদিকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা। চলছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি। সেজে উঠেছে সরযূর পাড়। বিজেপি এবং ‘জয় শ্রী রাম’ লেখা পতাকায় ছয়লাপ অযোধ্যাজুড়ে। এই মুহূর্তে গন্তব্যের উদ্দেশে এগিয়ে চলেছে মোদির কনভয়। হাত নেড়ে জনতাকে অভিবাদন মোদির।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে এদিন অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে একাধিক কর্মসূচি। এদিন অযোধ্যা ধাম রেল স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে চালু করবেন অমৃত ভারত এক্সপ্রেসেরও। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যা। রেলস্টেশন, বিমানবন্দর সর্বত্র চরম ব্যস্ততা।

এদিন রোড শো, প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমে পুনর্গঠিত রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সময় পতাকা তুলে সূচনা করবেন বন্দে ভারত ও ভারতের প্রথম অমৃত ভারত ট্রেনের। এই অমৃত ভারত এক্সপ্রেস দেশে নতুন ক্যাটিগরির সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। প্রধানমন্ত্রী দু’টি অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন। একটি, দ্বারভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, অন্যটি মালদা টাউন-স্যার এম বিশ্বেশ্বর্য টার্মিনাস (বেঙ্গালুরু) অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি, ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। অমৃতসর-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাতুর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা-নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস, জালনা-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস।

অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধনের পর, নতুন অযোধ্যা বিমানবন্দরের যাত্রার সূচনা করবেন তিনি। নবনির্মিত এই বিমানবন্দরের পেছনে ব্যয় হয়েছে ১,৪৫০ কোটি টাকা। অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। এগুলি ছাড়াও মোদি এদিন ১১ হাজার ১০০ কোটি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন। যাতে করে অযোধ্যায় বিশ্বমানের সুযোগ সুবিধা গড়ে তোলা যায়। এছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন অংশে ৪ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি। এর এরপর রয়েছে প্রধানমন্ত্রীর রোড শো। অযোধ্যা এয়ারপোর্ট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে, রাম মন্দিরের মূল প্রবেশদ্বার ছুঁয়ে যাবে সেই যাত্রা। মোদির এই কর্মসূচি উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড…

37 mins ago

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

2 hours ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

12 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

13 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

14 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

14 hours ago

This website uses cookies.