উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি ঈশ্বর নন, তিনি মানুষ। আর পাঁচটা মানুষের মতো তাঁরও ভুল হয়। নিজের সম্পর্কে এই খোলামেলা স্বীকারোক্তি আর কারও নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী এক শিল্পপতির পডকাস্টে অতিথি হয়েছেন। সেই পডকাস্ট (Podcast) এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু তাঁর এক ঝলক সামাজিক মাধ্যমে সামনে এসেছে। যিনি সাক্ষাৎকার নিয়েছেন, তিনি জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাথ। নিখিল আর মোদির কথোপকথন অনেকটাই খোলামেলা। হালকা চালে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে যেটুকু দেখা গিয়েছে, তাতে বোঝা গিয়েছে, মোদিও প্রধানমন্ত্রীত্ব সুলভ গাম্ভীর্য ছেড়ে সাধারণ ঢংয়ে কথা বলেছেন নিখিলের সঙ্গে। সাক্ষাৎকারে মোদি বলেছেন, ‘আমি সাধারণ মানুষ, কোনও দেবতা নই।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে পরোক্ষে মোদি দাবি করেছিলেন ‘নন বায়োলজিকাল’ পদ্ধতিতে তাঁর জন্ম হয়েছে। অর্থাৎ তাঁর জন্ম জৈবিকভাবে হয়নি। তিনি বলেছিলেন, ‘মা বেঁচে থাকতে মনে হত জৈবিক প্রক্রিয়াজ আমার জন্ম, কিন্তু মায়ের মৃত্যুর পর নিশ্চিত হয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বর আমাকে দিয়ে কিছু কাজ করাতে চান, তাই তিনি আমাকে শক্তি দিয়েছেন।’ যদিও নিখিল কামাথকে দেওয়া সাক্ষাৎকারে মোদির বক্তব্য অনেকটাই আলাদা। এখানে তিনি নিজেকে দোষে গুনে সমৃদ্ধ ‘মানুষ’ বলে দাবি করেছেন। সাক্ষাৎকারে আরও একটি অংশ গুরুত্বপূর্ণ। সেখানে মোদি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি একটি অযাচিত মন্তব্য করেছিলেন। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে মোদি এই মন্তব্য করেছিলেন তা জানা যায়নি।
পডকাস্টটির ক্লিপ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন নিখিল কামাথ নিজেই। যেটা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমরা এটা যতটা উপভোগ করছি, আপনারাও ঠিক ততটাই উপভোগ করবেন।’ ইন্টারভিউর ক্লিপটি দেখে ইতিমধ্যেই জনমানসে পডকাস্টটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
I hope you all enjoy this as much as we enjoyed creating it for you! https://t.co/xth1Vixohn
— Narendra Modi (@narendramodi) January 9, 2025