জাতীয়

PM Narendra Modi On Mahatma Gandhi | মহাত্মা গান্ধিকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যে বিতর্ক, সমালোচনা তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সিনেমা তৈরি হওয়ার আগে পর্যন্ত মহাত্মা গান্ধি সম্পর্কে বিশ্বে কেউ জানত না।’ এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi On Mahatma Gandhi)।

লোকসভা নির্বাচনের (Lok sabha election 2024) মধ্যে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধি একজন বিশিষ্ট ভারতীয়। কিন্তু, বিশ্ব তাঁকে চিনতই না। স্বাধীনতা পরবর্তী ৭৫ বছর ভারতের রাজনীতিবিদদের কর্তব্য ছিল, বিশ্বের কাছে মহাত্মা গান্ধির পরিচিতি তুলে ধরা।’

টেলিভিশন ইন্টারভিউয়ের অংশটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। যেখানে মোদিকে বলতে শোনা যাচ্ছে, ‘গান্ধিকে নিয়ে তৈরি সিনেমার কারণেই বিশ্ব তাঁকে চিনতে পেরেছে। ভাবুন স্বাধীনতা পরবর্তী পর্বে আমাদের দেশের কী দুর্দশা ছিল। মহাত্মা গান্ধির জীবন নিয়ে যখন সিনেমা তৈরি হল, তখন বিশ্বের মানুষ তাঁর সম্পর্কে কৌতুহলী হল। মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলা বিশ্বে কিংবদন্তী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ভারতেরও উচিত ছিল মহাত্মা গান্ধিকে বিশ্ববাসীর চোখে এমনই প্রথিতযশা ব্যক্তি হিসেবে তুলে ধরা।’ মোদি এও উল্লেখ করেন, মহাত্মা গান্ধি দেশের একাধিক সমস্যার সমাধান করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘কেউ চেনে না মহাত্মা গান্ধিকে। এটি দুর্ভাগ্যজনক। নরেন্দ্র মোদি এবার মহাত্মা গান্ধির উত্তরাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। যে মহান ব্যক্তিত্ব দেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং গোটা দুনিয়ায় সর্বজন শ্রদ্ধেয়, তাঁকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মোদিজি, মহাত্মা গান্ধি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে থাকেন।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Govt Land Encroachment | সরকারি জমি এখনও রঞ্জনের হাতে, বাগানবাড়ি নিয়ে প্রশ্ন

শুভঙ্কর চক্রবর্তী, গজলডোবা: প্রায় দশ বিঘা জমির উপর পাথর দিয়ে পাড় বাঁধানো বিশাল জলাশয়। সুইমিং…

14 mins ago

ক্রমেই পালটে যাচ্ছে রাজ্যপালের সংজ্ঞা

জয়ন্ত ঘোষাল রাজ্যপাল নিয়ে যখনই আমি কিছু লিখি, তখনই আমার সাংবাদিক জীবনের একটি পুরোনো ঘটনা…

41 mins ago

রাজশেখর, ত্রৈলোক্যনাথ ও ভোলেবাবা

অজিত ঘোষ রস সাহিত্যিক রাজশেখর বসুর ছোটগল্প, ‘বিরিঞ্চিবাবা’ অবলম্বনে সত্যজিৎ রায় দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের…

49 mins ago

Leopard Caged | চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাসিন্দারা

মেটেলি: চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard Caged)। বৃহস্পতিবার রাতে মেটেলি চা বাগানের…

59 mins ago

Kolkata | ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতেই চলল গুলি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা (Loot Attempt)। বাধা দিতেই চলল…

1 hour ago

North Bengal Heavy Rain | প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

সানি সরকার, শিলিগুড়ি: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল, জলছবিটা কার্যত একই। ধস, ভূমিধস…

2 hours ago

This website uses cookies.