উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) বিশেষ উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিদেশ সফর বা কোনও সম্মেলনে যোগ দিতে গেলেই অন্যান্য রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ উপহার নিয়ে যান প্রধানমন্ত্রী মোদি। সেসব উপহারে থাকে ভারতীয় শিল্প-সংস্কৃতির ছোঁয়া। সেই প্রথার অন্যথা হয়নি এবারও।
রাশিয়ার কাজানে সদ্যসমাপ্ত ব্রিকস সামিটে (BRICS Summit) গিয়ে প্রত্যেক রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা করে উপহার নিয়ে গিয়েছেন মোদি। সামিটের আয়োজক পুতিনকে ঝাড়খণ্ডের শোহরাই পেন্টিং তুলে দিয়েছেন তিনি। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার অন্যতম ঐতিহ্য এই চিত্রকলা। ‘ওয়ান ডিসট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ তকমা রয়েছে এই পেন্টিংয়ের। ব্রিকস সামিটে হাজির ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োজেভ। তাঁদেরও বিশেষ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মাদার অফ পার্ল ঝিনুক দিয়ে তৈরি একটি ফুলদানি দিয়েছেন পেজেস্কিয়ানকে। মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলোতে তৈরি হয় এই ফুলদানি। এছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্টকে একটি ওয়ারলি পেন্টিং দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে জিআই ট্যাগ পাওয়া ওয়ারলি পেন্টিং মহারাষ্ট্রের অন্যতম ঐতিহ্যবাহী শিল্প।