Thursday, July 4, 2024
HomeBreaking NewsPM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ...

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাক্ষাৎকারও দিয়েছেন সামান্য কিছুই। কিন্তু সাংবাদিক সম্মেলন না করার কারণ এবার খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি ছিলেন গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী। তখনও তাঁকে কোনও সাংবাদিক সম্মেলনে যোগ দিতে দেখা যায়নি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে গেলে আলাদা ভিডিওতে বার্তা দিয়েছেন তিনি। এবিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমি গরিব মানুষদের বাড়ি যেতে চাই। আমি বিজ্ঞানভবনে গিয়েও ফিতে কেটে ছবি তুলতে পারি। কিন্তু তা আমি করি না। আমি ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রামে চলে যাই। ছোট প্রকল্পের জন্য কাজ করি।’

তাঁর কথায়, ‘আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি। সংবাদমাধ্যমের তা পছন্দ হলে বলবে, না হলে বলবে না। সংবাদমাধ্যম এখন আর কোনও আলাদা সত্ত্বা নয়। আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।’ মোদি স্পষ্ট জানান, ‘আমি সংসদে সমস্ত কিছু জানাতে বাধ্য এবং সেখানেই আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বারাণসী থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বারাণসী (Varanasi) কেন্দ্র থেকে দু’বার লোকসভা নির্বাচনে জিতেছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | নজরদারির অভাব, হিউমপাইপের ওপর গড়ে উঠছে বেআইনি বসতি

0
শিলিগুড়ি: একসময় মহানন্দা অ্যাকশন প্ল্যানের (Mahananda action plan) আওতায় বসানো হয়েছিল হিউমপাইপ (Hume pipe)। যদিও বর্তমানে নজরদারি না থাকায় এই হিউমপাইপের উপরে ধীরে ধীরে...

0
গণপিটুনির ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেছিল রাজ্য সরকার। কড়া পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছিল পুলিশকে। এ বার গণপিটুনির...

রোগীর কথা শোনার ধৈর্য কম বাংলার ডাক্তারদের

0
  ভাস্কর বাগচী শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সৌম্যপ্রতীক সরকার। বুধবার সকালে শারীরিক কিছু সমস্যার কারণে তিনি স্ত্রীকে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন হাকিমপাড়ার একটি নার্সিংহোমে। সেখানে অনুসন্ধানকেন্দ্রে...

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

0
চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ। আলোচনার বিষয়বস্তু ফুটবল, ক্রিকেট বা রাজনীতি নিয়ে শুরু হলেও...

Most Popular