Wednesday, January 15, 2025
HomeExclusivePM Narendra Modi | প্রধানমন্ত্রীকে দিশা দেখাবেন উত্তরের চার কৃতী 

PM Narendra Modi | প্রধানমন্ত্রীকে দিশা দেখাবেন উত্তরের চার কৃতী 

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: বিশ্বে শিল্পোৎপাদনে ভারতবর্ষকে শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগামীর ভাবনা কী হওয়া উচিত, সে বিষয়ে দেশের প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) নিজেদের পরিকল্পনার কথা শোনাবেন উত্তরবঙ্গের তিন তরুণ ও এক তরুণী। আগামী ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিনে দিল্লির ‘ভারত মণ্ডপম প্রেক্ষাগৃহ’-এ অনুষ্ঠিত বিকশিত ভারতের লক্ষ্যে তরুণ নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রীর সামনে নিজের প্রস্তাব দেবেন তাঁরা। রাজ্য থেকে দিল্লিগামী ৩৮ জনের নির্বাচিত প্রতিনিধিদলে উত্তরবঙ্গের (North Bengal) চারজনের মধ্যে রয়েছেন ধূপগুড়ির (Dhupguri) নেতাজিপাড়ার বাসিন্দা সুকান্ত মহাবিদ্যালয় থেকে গণিতে স্নাতক আকাশ ভট্টাচার্য, জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের কংগ্রেসপাড়ার বাসিন্দা কৃষিবিজ্ঞানের ছাত্র প্রীতম সরকার, শিলিগুড়ি (Siliguri) দেশবন্ধুপাড়ার বাসিন্দা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী মল্লি দাস এবং মালদা শহরের সিঙ্গাতলার বাসিন্দা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার ফাইনাল ইয়ারের ছাত্র পঙ্কজকুমার রায়। এঁদের মধ্যে পঙ্কজ গত বছর এমনই এক প্রতিযোগিতায় দেশের সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্য রেখে এসেছেন।

১৫ থেকে ২৯ বছর বয়সি সারা দেশের ৩০ লাখের বেশি অংশগ্রহণকারীর মধ্যে তিন ধাপের কঠিন বাছাইপর্ব উতরে নির্বাচিত উত্তরবঙ্গের চার প্রতিনিধি ৮ জানুয়ারি হাওড়া থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন। তার আগে কলকাতায় রাজভবনে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন স্বয়ং রাজ্যপাল। জাতীয় যুব উৎসব ২০২৫-এর আগে এবারে ‘বিকশিত ও বিশ্বগুরু ভারত’ গড়তে যুবদের সঙ্গে দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার সুযোগ করে দিতেই ক্রীড়া ও যুবমন্ত্রকের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান।

গত বছর নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের তিরিশ লাখের বেশি তরুণ-তরুণী। সেখানে উতরে যাওয়ার পর দ্বিতীয় ধাপে দশটির মধ্যে যে কোনও একটি পছন্দসই বিষয় বেছে নিয়ে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতায় সফল হতে হয়েছে তাঁদের। সবশেষে গত ২২ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় লাইভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সেখানে অংশ নিয়ে চূড়ান্ত বাছাইয়ে রাজ্যের মধ্যে ৩৮ জন এই সুযোগ পেয়েছেন। সেখানেই ‘মেকিং ইন্ডিয়া গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস’ বিষয়ের ওপর আকাশের প্রবন্ধ মন কাড়ে বিচারকদের। মল্লি ও পঙ্কজের বিষয় ‘বিকাশ ভি, বিরাসত ভি’ এবং প্রীতম বলেছেন কৃষিতে ফলন বাড়ানোর বিষয়ে। স্বামীজির জন্মদিনে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে দেশকে আগামীদিনে শিল্পোৎপাদনে শীর্ষে তুলতে যেসব নীতি চালু বা পরিবর্তন করা দরকার তা নিয়ে নিজেদের স্পষ্ট মতামত জানাবেন চারজনই।

স্নাতক স্তরে গণিতে টপার আকাশের মতে, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে দেশকে আর্থিক ও শিল্পোৎপাদনে বিশ্বগুরু করে তোলা সম্ভব। এজন্যে দীর্ঘমেয়াদি দূষণমুক্ত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের বিকাশকে পাখির চোখ করার প্রস্তাব দিতে চান আকাশ। সেইসঙ্গে এআইকে বিকাশে কাজে লাগানো, কৃষি ও শিল্পের সমন্বয় এবং সর্বোপরি প্রশিক্ষিত মানবসম্পদ গড়া এবং সামগ্রী পরিবহণ ব্যবস্থায় জোয়ার আনার বিভিন্ন উপায় থাকবে ধূপগুড়ির তরুণের প্রস্তাবে। আকাশ চাইছেন সময় সু্যোগ পেলে উত্তরবঙ্গের উন্নয়নে শিল্পোৎপাদনের বিকাশে প্রধানমন্ত্রীর নজর কাড়তে। একইভাবে সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে উত্তরের পর্যটনের বিকাশের প্রস্তাব দিতে চান মল্লি। প্রীতমের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উত্তরে কৃষিনির্ভর শিল্পের বিকাশে।

দিল্লির পথে রওনা হওয়ার মুখে আকাশের বক্তব্য, ‘৩০ লাখের বেশি অংশগ্রহণকারী দেখে প্রথমটায় ঘাবড়েই গেছিলাম। তবে প্রাথমিক পর্বে প্রশ্নোত্তর যত এগিয়েছে ততই আত্মবিশ্বাস বেড়েছে। প্রবন্ধটা যখন ঠিকঠাক হল তখন ভয় কেটে গিয়েছিল। এরপর শান্তিনিকেতনে ডাক পেলাম, তারপর দিল্লিতে। সুযোগ পেলে আমার জেলা এবং উত্তরবঙ্গ নিয়ে শিল্প গড়ার ভাবনা জানাব প্রধানমন্ত্রীকে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gangarampur | বরাদ্দের ৫০ শতাংশ কাটমানি চাই! দাবি না মানায় প্রধানকে পেটালেন তৃণমূলের অঞ্চল...

0
গঙ্গারামপুর: রাস্তার কাজে বরাদ্দ টাকার ৫০ শতাংশ দিতে হবে কাটমানি। এর প্রতিবাদ করায় মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।...

Maharashtra | মাঞ্জা দেওয়ার সুতোয় কাটল গলা! মৃত বছর ২৩-এর বাইক আরোহী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের নাসিকে ঘুড়ির মাঞ্জা দেওয়ার নাইলনের সুতোয় গলা কেটে মৃত্যু হল এক ২৩ বছরের যুবকের। মঙ্গলবার পাথরডি গ্রামের অদুরে বেলা...

Russia-Ukraine war | ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ে নেমে মৃত্যু কেরলের যুবকের, আহত আরও...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চাকরির টোপ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল রাশিয়া। আর সেই টোপে পা দিয়ে যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন এক ভারতীয়। যুদ্ধে...

Bagrakote Loop Pool | বাগ্রাকোট লুপ পুলে দাঁড়াবে না গাড়ি, তোলা যাবে না ছবি!...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রতিদিন ব্লগারদের দৌরাত্ম্য, গাড়ি দাঁড় ছবি তোলার জেরে রীতিমতো যানজট। আর তার কারণে দুর্ঘটনা। তাই বাধ্য হয়েই বাগ্রাকোট লুপ...

India-Bangladesh Border | সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী মাসে...

Most Popular