উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার রওনা দেবেন তিনি। প্রথমে ঘানার উদ্দেশে রওনা দেবেন। এরপর যাবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (Trinidad and Tobago), আর্জেন্টিনা (Argentina), ব্রাজিল এবং নামিবিয়ায় (Namibia)।
৬ ও ৭ জুলাই ব্রাজিলের (Brazil) রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেওয়ার কথা মোদির। তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, দু’টি লক্ষ্য মাথায় রেখে প্রধানমন্ত্রীর এই সফর। তার মধ্যে একটি সন্ত্রাসবাদ নিয়ে বাকি দেশগুলিকে একজোট করে সম্মিলিত বার্তা দেওয়া। দুই, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা নামিবিয়ার মতো দেশগুলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জোগান নিশ্চিত করা। এছাড়া পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোর আওয়াজ তুলে নিজেদের অবস্থান জানাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছিল ভারত। এবার এই বিষয়টি ব্রিকস সম্মেলনে তুলতে চাইছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের সচিব (অর্থনৈতিক সম্পর্ক) দাম্মু রবি জানান, কেন্দ্র আশাবাদী, ব্রাজিলের সভাপতিত্বে ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সম্মিলিত পদক্ষেপ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, মোদির এই সফরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তেল, গ্যাস, অপ্রচলিত শক্তির ব্যবহার সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। নামিবিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল- তিন দেশে রয়েছে লিথিয়াম, গ্রাফাইটের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজের ভান্ডার। প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে আরও বোঝাপড়া নিবিড় করতে পারে ভারত। বিপুল পরিমাণ সোনা আমদানির জন্য ঘানার উপর নির্ভরশীল ভারত। একাধিক বিষয়গুলি এই সফরকালে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।