উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। তার আগে নাম না করে বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সংসদ ভবনের (Parliament) বাইরে বক্তৃতার সময় শীতকালীন অধিবেশনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন।’ সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এরপরই নাম না করে বিরোধীদের তোপ দাগেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে সাংসদদের বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এঁরাই সংসদে হাঙ্গামা বাধাচ্ছেন। ফলে বলার সুযোগ পাচ্ছেন না নতুন সাংসদরা।’ এরপরই বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংসদে জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা। মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন। গণতন্ত্রের শর্তই হল আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাব এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য কঠোর পরিশ্রম করব।’
মোদির কথায় এদিন বিরোধী সাংসদদের একাংশের প্রশংসাও উঠে আসে। তিনি বলেন, ‘বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন। তাঁরা চান সংসদের কাজ মসৃণভাবে পরিচালিত হোক।’
শীতকালীন অধিবেশনে আদানি ‘ঘুষ’ বিতর্ক, ওয়াকফ বিল এবং মণিপুর সংকট-এসব বিষয়গুলি নিয়ে ঝড় তোলার পরিকল্পনা করেছে বিরোধী দলগুলির। এখনও পর্যন্ত সরকার পক্ষের যা সিদ্ধান্ত, তাতে ১৫টি বিল আনা হতে পারে লোকসভার চলতি অধিবেশনে।