Top News

PM Narendra Modi | বারাণসীতে সন্ত রবিদাসের মূর্তি উন্মোচন মোদির, করলেন ১৩,০০০ কোটির প্রকল্পের সূচনাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বারাণসীতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য, বস্ত্র, পর্যটন সহ একাধিক প্রকল্পের সূচনা করা হল। সেই সঙ্গে তিনি এদিন সন্ত রবিদাসের (Sant Ravidas) মূর্তিও উন্মোচন করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রধানমন্ত্রী এদিন সন্ত গুরু রবিদাসের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

এই উপলক্ষ্যে বারাণসীতে এদিন এক জনসভার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা দিয়ে মোদি বলেন, ‘জাতিগত পক্ষপাতিত্ব মানবতাকে ধ্বংস করছে। রবিদাসজি আমাকে বারবার তাঁর জন্মভূমিতে ডেকেছেন। আমি তাঁর সংকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ও তাঁর লক্ষ লক্ষ ভক্তদের সেবা করার সুযোগ পেয়েছি। গুরুর জন্মতীর্থে, তাঁর সমস্ত অনুগামীদের সেবা করতে পারাটা কোনও সামান্য ব্যাপার নয়। আমি ভাগ্যবান।” এছাড়াও তিনি আরও জানান,  বারাণসীর জনপ্রতিনিধি (Public Representative) হিসাবে  আপনাদের সুযোগ-সুবিধার বিশেষ যত্ন নেওয়া আমার কর্তব্য (Responsibility) । আমি খুশি যে আমি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আজ একটি পবিত্র দিন। বারাণসীর উন্নয়নের জন্য, কয়েকশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।’ এই প্রকল্পের আওতায় ঘাগরা ব্রিজ-বারাণসীতে চার লেনের সড়ক তৈরি করা হবে। এনএইচ-৫৬ এ সুলতানপুর-বারাণসী সেকশনেও চার লেনের রাস্তা তৈরি হবে। ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে বারাণসী-ঔরঙ্গাবাদ সেকশনে তৈরি হবে ছয় লেনের রাস্তা। বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থরও স্থাপন করলেন তিনি।

প্রসঙ্গত, আজ দিনের শুরুতেই তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে সংস্কৃত প্রতিযোগিতা, কাশী সংসদ জ্ঞান প্রতিযোগিতা ও ফোটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। এরপর যান সন্ত রবিদাস পার্কে। সেখানেই রবিদাসের মূর্তি (Statue) উন্মোচন করেন তিনি।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে…

8 mins ago

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল…

14 mins ago

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

33 mins ago

Uttar Dinajpur | শ্মশানে মিলল পচাগলা দেহ, পাশে পড়ে দুই জখমও, ঘটনা ঘিরে ধোঁয়াশা

গোয়ালপোখর: শ্মশান থেকে এক ব্যক্তির পচাগলা দেহ (Mysterious Death) উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এক মহিলা…

35 mins ago

আম ও মাংসের সুস্বাদু মেলবন্ধন, বানিয়ে নিন ‘কাইরি মুর্গ টিক্কা’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুরগির মাংসের অনেক ধরণের রান্না তো খেয়েছেন। কিন্তু কাঁচা আমের সঙ্গে…

41 mins ago

Bengal Police | এবার পুরুলিয়ার এসপি-কে সরাল নির্বাচন কমিশন, তালিকায় আর কারা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে ফের রাজ্য পুলিশে (Bengal Police)…

46 mins ago

This website uses cookies.