শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Mann Ki Baat | ‘গণতন্ত্রে বিশ্বাসের জন্য ধন্যবাদ’, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম ‘মন কি বাত’ মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘মন কি বাত’ (Mann Ki Baat)। রবিবার অনুষ্ঠিত হয়েছে ১১১তম পর্ব। এদিনের পর্বের শুরুতেই এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অটুট আস্থা প্রকাশের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন আর কোনও দেশে হয়নি। ৬৫ কোটি মানুষ এবারে ভোট দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালেও দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি, গত দু’বারের চেয়েও এবারে আমরা তিনগুণ বেশি কাজ করব।’ পাশাপাশি অনুষ্ঠানে নিজের মাকে স্মরণ করেছেন তিনি। মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমিও মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। মাতৃভূমির যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো যত্ন নেবেন।’ এছাড়া প্যারিস অলিম্পিক থেকে শুরু করে হুল দিবস, যোগ দিবস নিয়েও বক্তব্য রাখেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ লোকসভা ভোটের ঘোষণা হয়। তারপরই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়। যার ফলে তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রীর রেডিয়ো শো ‘মন কি বাত’। ২০১৪ সালে চালু হওয়া এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে সরকারি উদ্যোগ, জাতীয় সমস্যা সহ একাধিক বিষয়ে জনগণের সঙ্গে আলোচনা করেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SSC | অযোগ্যদের বেতন ফেরাতে উদ্যোগী নয় রাজ্য! আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার...

Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে...

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা 'অযোগ্য' হিসাবে চিহ্নিত নন...

Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে...