উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: দেশের সমস্ত রাজ্য়ের প্রতিটি জেলার জেলা শাসকদের সঙ্গে শনিবার বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরু হবে সকাল ১১টা’য়। শুক্রবার একটি টুইটে প্রধানমন্ত্রীর তরফে একথা জানানো হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে হতে চলা ওই বৈঠকে অন্য়ান্য রাজ্য়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলা শাসকরাও উপস্থিত থাকবেন।
জানা গিয়েছে, জেলায় জেলায় সরকারি প্রকল্প এবং কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে জেলা শাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
At the core of good governance is service delivery at the grassroots level. In that endeavour, the district administration has a crucial role. At 11 AM tomorrow, I will interact with DMs across India and discuss implementation of key government schemes. https://t.co/VPygVU54Mm
— Narendra Modi (@narendramodi) January 21, 2022