দার্জিলিং: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। জন্ম হল ৫টি স্নো লেপার্ডের। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে।
PNHZ Park welcomes 5 newborn Snow Leopard cubs to our zoo family. The proud mothers Rare and Morning gave birth to 1:1 and 1:2 cubs respectively. The cubs are now 1 month old. With this, the Snow Leopard population has reached 14 in the zoo.
@CZA_Delhi @moefcc pic.twitter.com/fmdOiKAb81— Darjeeling zoo (@PnhzPark) May 23, 2023
নবজাতকদের বয়স এক মাস। তাদের আগমনে স্বভাবতই খুশি চিড়িয়াখানার কর্তা-কর্মীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই স্নো লেপার্ড রেয়ার এবং মর্নিং শাবকগুলির জন্ম দিয়েছে। মা ও তাদের সন্তানরা সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদাড়িতে রাখা হয়েছে। যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন পদ্মজা নাইডুর চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা ১৪।